Affect Of Tea: শীতে বারবার চা পান করছেন? জানেন কী মারাত্মক ক্ষতি করছেন নিজের?
অনেকেরই একাধিকবার চা খাওয়ার অভ্যাস থাকে। শীতকালে অনেক সময় তা আরও বেড়ে যায়। যা আদত ক্ষতি ডেকে আনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচা শরীরে থায়ামিন বা ভিটামিন বি শোষণ রোধ করে যা বেরিবেরি রোগের অন্যতম কারণ।
চা খাবার ভিটামিন শোষণ করে এবং শরীর এই খাবারগুলোকে হজম করতে পারে না।
চায়ের মধ্যে অ্যাসিডাম টেনিকামস ও জেসথিয়োফিলিনস নামক উপাদান রয়েছে যা পাকস্থলীর হজম প্রক্রিয়া ব্যাহত করে।
চা খালি পেটে খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। কখন খাওয়া হচ্ছে, কীভাবে খাওয়া হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি-দুধ ছাড়া লিকার চা পান করতে হবে। ঘনঘন দুধ চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক
বেড-টির অভ্যাস ত্যাগ করার পরামর্শ দেন চিকিৎসকরা।
হজম বা অম্বলের সমস্যায় যাঁরা ভোগন তাঁরা যতটা সম্ভব দুধ-চিনি দেওয়া চা এড়িয়ে চলুন। গ্রিন টি খেতে পারেন মাঝেমধ্যে।
যখন তখন চা পান না করাই ভাল। দিনে এক-দুবারের বেশি চা পান করা থেক বিরত থাকার পরামর্শ দন চিকিৎসকরা।
অতিরিক্ত চা পান রাতের ঘুমর ব্যাঘাত ঘটায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -