Dog Care Tips: বর্ষাকালে পোষ্য সারমেয়র যত্নে যেগুলো অবশ্যই মাথায় রাখা দরকার
বর্ষাকালে শুধু মানুষেরই নয়, নানারকমের অসুখের প্রকোপ দেখা দেয় সারমেয়দের মধ্যেও। এই সময়ে ওদের দিকে বাড়তি নজর দেওয়া খুব জরুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাঁদের বাড়িতে ঘন লোমওয়ালা কুকুর রয়েছে, তাঁরা অবশ্যই সারমেয়টির লোমের দিকে নজর দেবেন। লোম যদি ভেজা অবস্থায় থাকে, তাহলে ঠান্ডা লাগতে পারে।
আমাদের মতো আবহাওয়ার কারণে ওদেরও জ্বর বা ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ওরা যেন কোনওভাবেই দীর্ঘক্ষণ ভিজে অবস্থায় না থাকে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে স্নানের জলের সঙ্গে হালকা গরম জল মিশিয়ে নিতে পারেন।
বর্ষাকালে কুকুরদের মধ্যেও হজমের সমস্যা দেখা দেয়। তাই চিকিৎসকের পরামর্শ মতো খাবারের পাশাপাশি হালকা শারীরিক কসরতে তাকে যুক্ত করা যেন বাদ না যায়।
এই সময়ে বৃষ্টির কারণে যদি বাইরে গিয়ে বা বাগানে গিয়ে খেলা না সম্ভব হয়, তাহলে যেন বাড়ির ভিতরেই খেলার ব্যবস্থা করুন।
বর্ষাকালে কুকুরদেরও জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বৃষ্টির আবহাওয়া কুকুরদের বেশ পছন্দের। এই সময়ে ওরা খেলতে বেশ পছন্দ করে। তবে ওদের থাবা এবং কান সবসময় খুব ভালো করে দেখে নেওয়া দরকার। কারণ, এই সময়ে কুকুরদের কানে অনেকরকমের ইনফেকশনের মতো সমস্যা দেখা দেয়।
নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দিতে যেন ভুলে যাবেন না।
করোনা পরিস্থিতির জন্য ওরাও ঘরবন্দি। মন ভালো রাখতে আপনিও ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় ওদের সঙ্গে কাটান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -