Health Tips: মস্তিষ্কের বয়স অন্তত ৮ বছর কমে যাবে, উপায় বাতলে দিলেন গবেষকরা
Keeping Brain Younger: কী করণীয়, তা বলে দিলেন গবেষকরাই। ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
1/10
সময়ের সঙ্গে চেহারায় বয়সের ছাপ পড়ে যেমন, মস্তিষ্কের বয়সও বাড়তে থাকে পাল্লা দিয়ে। কিন্তু জীবনযাত্রায় সামান্য পরিবর্তন ঘটালেই মস্তিষ্কের বার্ধক্য আটকানো সম্ভব।
2/10
মন চাঙ্গা করতে বলা কথা নয়, সম্প্রতি গবেষণাতেই এমন তথ্য উঠে এসেছে। দেখা গিয়েছে, জীবনযাত্রায় পরিবর্তন ঘটিয়ে মস্তিষ্কের বয়স ৮ বছর পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।
3/10
ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষকরা জানিয়েছেন, খাতায় কলমে বয়স যদি ৬৫ হয়, মস্তিষ্কের বয়স মধ্য ৫০-এ রাখা সম্ভব। অ্যাডভান্সড MRI স্ক্যান এবং মেশিন লার্নিং-এর সাহায্য়ে মস্তিষ্কের বয়স নির্ধারণ করে, তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স মিলিয়ে দেখে যে তথ্য় পেয়েছেন, তা তুলে ধরেছেন গবেষকরা।
4/10
মস্তিষ্কের বয়স বৃদ্ধির জন্য এতকাল কষ্ট-যন্ত্রণা, স্বল্প রোজগার, দুশ্চিন্তা, সামাজিক অবস্থানকে দায়ী করা হতো। কিন্তু নয়া গবেষণা অনুযায়ী, জীবনযাপনও মস্তিষ্কের বয়স বৃদ্ধির জন্য দায়ী। তাই জীবনযাত্রায় রদবদল ঘটালেই মস্তিষ্কের বয়স ৮ বছর কমানো যাবে বলে মত তাঁদের।
5/10
গবেষকরা যে পরামর্শ দিয়েছেন, তা হল- ১) পর্যাপ্ত ঘুম। বিছানায় শুয়ে থাকলেই হবে না। বরং ঘড়ি ধরে পর্যাপ্ত ঘুম দরকার। একটুতেই উঠে পড়লে হবে না। ঘুম হতে হবে গভীর।
Continues below advertisement
6/10
২) জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা অত্যন্ত জরুরি। ইতিবাচক ভাবনা জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য় করে। নেতিবাচক ভাবনা ভিতর থেকে কুরে কুরে খায় আমাদের।
7/10
৩) দুশ্চিন্তা আমাদের কাবু করে ফেলে। এতে মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ে। ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কের কার্যক্ষমতাও। তাই চাপমুক্ত থাকা অত্যন্ত জরুরি।
8/10
৪) সমাজ-সংসার থেকে দূরে চলে গেলে হবে না। পরিবার, পরিজন, বন্ধুদের সঙ্গে মিশতে হবে।
9/10
৫) ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। স্থূলতা ক্ষতি করে মস্তিষ্কেরও। প্রদাহজনিত সমস্যা থাকলে চিকিৎসকের দ্বারস্থ হোন।
10/10
৬) তামাক সেবন বন্ধ করতে হবে। কারণ এতে দীর্ঘমেয়াদি ক্ষতি হয় মস্তিষ্কের কোষগুলির।
Published at : 17 Dec 2025 02:45 PM (IST)