Fruits for Skincare : শীতে চামড়ার যত্ন, খাবারের তালিকায় রাখুন এই ফলগুলি
শীতকালে চামড়া রুক্ষ্ম হয়ে যায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর মোকাবিলায় কাজে আসতে পারে ফল। তাই খাবারের তালিকায় রাখুন এই ফলগুলি(ছবি সৌজন্যে : Pixabay)
আতা : এই ফলে রয়েছে ভিটামিন এ ও সি। যা চামড়াকে আর্দ্র রাখতে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)
পেঁপে : এতে রয়েছে এনজাইম। এই ফল চামড়াকে চকচকে রাখতে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)
অ্যাভোকাডো : চামড়ার নমনীয়তা রক্ষা করে অ্যাভোকাডো(ছবি সৌজন্যে : Pixabay)
কিউই : এই ফল ভিটামিন সি-তে পূর্ণ। যা চামড়াকে দৃঢ় রাখতে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)
কলা : এই ফলে রয়েছে পটাসিয়াম। যা চামড়াকে উজ্জ্বল রাখে(ছবি সৌজন্যে : Pixabay)
গুজবেরি : পুষ্টিগত গুণের জন্য় পরিচিত এই ফল। চামড়া পরিষ্কার রাখে(ছবি সৌজন্যে : Pixabay)
আনারস : এই ফলও চামড়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)
বেদানা : চামড়ায় ভাঁজ পড়া রোধে সাহায্য করে এই ফল(ছবি সৌজন্যে : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -