High BP During Pregnancy: অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ রক্তচাপ? জানেন কত বড় বিপদ হতে পারে?
সন্তানসম্ভবা হওয়ার পর ৪০ টি সপ্তাহ মা ও গর্ভস্থ সন্তান সুস্থ থাকুন, এই দিকে আগাগোড়া নজর রাখেন চিকিৎসকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে।
কিছু কিছু ক্ষেত্রে মায়েদের ক্রনিক ব্লাড প্রেসারের সমস্যা থাকে। আবার কিছু ক্ষেত্রে গর্ভধারণের পরই ব্লাড প্রেসারের সমস্যা বাড়ে। তাকে বলে জেসটেশনাল হাইপারটেনশন।
গর্ভধারণের ২০ সপ্তাহের পর যদি উচ্চ রক্তচাপের সমস্যা ও প্রস্রাবের সঙ্গে প্রোটিন নিঃসরণ হয়, তখনই প্রি-এক্লাম্পসিয়া র রোগী বলা হয়ে থাকে।
প্রি-এক্লাম্পসিয়া নির্ণয় করতে ব্লাড প্রেসার মনিটর করা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে মেনটেইন করতে হবে চার্ট। মূত্রে প্রোটিনের উপস্থিতি টেস্ট করা হয়ে থাকে।
যদি ঠিক সময়ে চিকিৎসা না করা হয়, এর ফলে খিঁচুনি দেখা যেতে পারে হতে পারে প্রাণ সংশয়ও ।
গর্ভস্থ শিশু ঠিকঠাক বাড়ে না । শিশু যে জলীয় পদার্থে ভেসে থাকে তা শুকিয়ে যেতে পারে ।
ঠিক সময় চিকিৎসা না হলে, গর্ভের শিশুর ক্ষতি এড়ানো কঠিন। অনেক ক্ষেত্রে প্রি-টার্ম ডেলিভারিও করাতে হতে পারে।
কাদের এই সমস্যা বেশি হয়ে থাকে ? অপুষ্টির সমস্যা , ডায়াবেটিসের রোগী, কিডনি রোগীদের।
এছাড়াও থাইরয়েডের সমস্যা, ওজনাধিক্য, পরিবারে গর্ভকালীন উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলে এই সমস্যা হয়ে থাকতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -