Rainwater: বৃষ্টির জল পান করা কি নিরাপদ ? কী বলছে গবেষণা ?

Rainwater Benefits: বৃষ্টির জল পান করা নিরাপদ নয়। কী বলছেন বিশেষজ্ঞরা ?

বৃষ্টির জল পান করা কি নিরাপদ ? কী বলছে গবেষণা ?

1/10
বৃষ্টির জল পান করা একেবারেই নিরাপদ নয়। কারণ বৃষ্টির জলে নানা ক্ষতিকারক উপাদান মিশে থাকে।
2/10
বৃষ্টির জলে ক্ষতিকারণ ব্যাকটেরিয়া থাকতে পারে। পরজীবী থেকে যাওয়ার একটা বড় সম্ভাবনা থেকেই যায়।
3/10
তবে সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে বৃষ্টির জলে বজ্য পদার্থ থাকলে বিপদ ডেকে আনতে পারে।
4/10
বৃষ্টির জলে প্রধানত মিশে থাকে নানারকম অ্যাসিড। তবে তা খুবই লঘু পরিমাণে উপস্থিত থাকে।
5/10
তাই বৃষ্টির জলে কাপড় ধুলে অনেক সময় ক্ষার বেশি থাকার কারণে পরিস্কার হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে বৃষ্টির জল পানের উপযোগ্য নয়।
6/10
সাধারণত পানীয় জলে যে যে উপকারি পদার্থগুলি থাকে, যে ধাতুগুলি সাধারণত আমাদের শরীরের উপকার করে, তা অনেকাংশেই অনুপস্থিত বৃষ্টির জলে।
7/10
তবে পানের অযোগ্য হলেও, বৃষ্টির জল উচ্চ তাপমাত্রায় ফোটালে অনেকাংশেই জীবাণুর মৃত্যু হয়।
8/10
বিশেষজ্ঞদের মত অনুযায়ী দাবি, বাড়ির অন্যান্য কাজে ব্যবহার করা হয় বৃষ্টির জলকে।
9/10
জলকে পানের উপযুক্ত করতে যে যে পদ্ধতি অবলম্বন করা হয়, সেই প্রযুক্তি বৃষ্টির জলের উপর না খাটানোই ভাল।
10/10
কারণ অনেকসময়ই প্রযুক্তি খাটাতে গিয়ে জলের স্বাভাবিক গুণ নষ্ট হয়। তবে সেটা বৃষ্টির জলের ক্ষেত্রে উপযুক্ত নয়।
Sponsored Links by Taboola