Rainwater: বৃষ্টির জল পান করা কি নিরাপদ ? কী বলছে গবেষণা ?
বৃষ্টির জল পান করা একেবারেই নিরাপদ নয়। কারণ বৃষ্টির জলে নানা ক্ষতিকারক উপাদান মিশে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ্টির জলে ক্ষতিকারণ ব্যাকটেরিয়া থাকতে পারে। পরজীবী থেকে যাওয়ার একটা বড় সম্ভাবনা থেকেই যায়।
তবে সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে বৃষ্টির জলে বজ্য পদার্থ থাকলে বিপদ ডেকে আনতে পারে।
বৃষ্টির জলে প্রধানত মিশে থাকে নানারকম অ্যাসিড। তবে তা খুবই লঘু পরিমাণে উপস্থিত থাকে।
তাই বৃষ্টির জলে কাপড় ধুলে অনেক সময় ক্ষার বেশি থাকার কারণে পরিস্কার হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে বৃষ্টির জল পানের উপযোগ্য নয়।
সাধারণত পানীয় জলে যে যে উপকারি পদার্থগুলি থাকে, যে ধাতুগুলি সাধারণত আমাদের শরীরের উপকার করে, তা অনেকাংশেই অনুপস্থিত বৃষ্টির জলে।
তবে পানের অযোগ্য হলেও, বৃষ্টির জল উচ্চ তাপমাত্রায় ফোটালে অনেকাংশেই জীবাণুর মৃত্যু হয়।
বিশেষজ্ঞদের মত অনুযায়ী দাবি, বাড়ির অন্যান্য কাজে ব্যবহার করা হয় বৃষ্টির জলকে।
জলকে পানের উপযুক্ত করতে যে যে পদ্ধতি অবলম্বন করা হয়, সেই প্রযুক্তি বৃষ্টির জলের উপর না খাটানোই ভাল।
কারণ অনেকসময়ই প্রযুক্তি খাটাতে গিয়ে জলের স্বাভাবিক গুণ নষ্ট হয়। তবে সেটা বৃষ্টির জলের ক্ষেত্রে উপযুক্ত নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -