Brain Tumor: ছোটখাট মাথাব্যথা দিয়ে শুরু, উপেক্ষা করবেন না ব্রেন টিউমারের এই উপসর্গগুলি !
বর্তমান সময়ে ব্রেন টিউমার অন্যতম সমস্যায় পরিণত হয়েছে। সবথেকে ভয়ের বিষয় হল অনেক চিকিৎসকই এর শুরুর প্রসঙ্গ উল্লেখ করার সময় জানিয়ে দেন, রোগটিকে হাল্কাভাবে না নিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর শুরুটা মাথায় অল্পবিস্তর যন্ত্রণা দিয়ে শুরু হয়। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যথা বাড়তে থাকে। একসময় এর তীব্রতা এত বেড়ে যায় যে তা অসহ্য হয়ে ওঠে।
খেয়াল রাখতে হবে যদি সর্বদা কম বা বেশি মাত্রায় মাথায় যন্ত্রণা হতে থাকে, তাহলে দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন।
এই রোগের তিনটি ধাপ রয়েছে। সময় থাকতে এই রোগ শনাক্ত করা গেলে, প্রাণহানি ঠেকানো যেতে পারে। কিন্তু, এর লক্ষণগুলো যদি আপনি অবহেলা করেন, তাহলে সমস্যা পড়তে হতে পারে।
বিভিন্ন রকমের ব্রেন টিউমার হতে পারে। মস্তিষ্কের কিছু টিউমার ক্যানসারমুক্ত হয়। কিছু ক্যানসারযুক্ত। ব্রেন টিউমার যদি আপনার ব্রেন থেকে শুরু হয়, তাহলে তাকে প্রাইমারি ব্রেন টিউমার বলে। যদি এটি শরীরের অন্য অংশ থেকে শুরু হয়ে মস্তিষ্কে পৌঁছায়, তবে তাকে সেকেন্ডারি বা মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার বলে।
প্রথমে মাথায় হালকা ব্যথা, সময়ের সাথে সাথে তা বেড়ে যায়। এরপর মাথা ঘোরা, বমি, দৃষ্টিশক্তি হ্রাস বা ঝাপসা দৃষ্টি, সবকিছু দ্বিগুণ দেখা, সর্বদা হাত ও পায়ে ব্যথা হতে থাকে।
কোনও কিছু মনে রাখতে সমস্যা, কথা বলতে বা বুঝতে সমস্যা, শ্রবণ, স্বাদ বা গন্ধে সমস্যা, মেজাজের পরিবর্তন, লেখা বা পড়ার সমস্যা হতে পারে।
সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভিতরের সমস্ত অংশের ছবি তোলা হয়। ব্রেন টিউমারের সঠিক চিকিৎসার জন্য প্রথমে ইমেজিং পরীক্ষা করা হয়। এতে মস্তিষ্কের গঠন সংক্রান্ত যাবতীয় তথ্য রেডিও সংকেতের সাহায্যে নেওয়া হয়। যা সিটি স্ক্যানে পাওয়া যায় না।
অ্যাঞ্জিওগ্রাফি- এর মাধ্যমে চিকিৎসকরা জানতে পারেন কীভাবে রক্ত টিউমারে পৌঁছাচ্ছে। মস্তিষ্কের অস্ত্রোপচারের সময় এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এক্স রে- মস্তিষ্কের হাড়ের ফ্র্যাকচারের কারণও হতে পারে ব্রেন টিউমার। এক্স রে করে মস্তিষ্কের হাড়ের চিড় পরীক্ষা করা যায়।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -