Child Corona Treatment : সন্তান করোনা পজিটিভ? কী চিকিৎসা ? কী ওষুধ ?
প্রথম ও দ্বিতীয় বারের থেকে শিশুদের দিকে এবার বেশি থাবা বাড়াচ্ছে করোনা ভাইরাস। আক্রান্ত হচ্ছে বহু শিশু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু শিশু চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত অনেকে হলেও, খুব খারাপ প্রভাব বিস্তার করছে না করোনার নয়া ঝড়।
চিকিৎসকদের মতে, শিশুদের উপর করোনার উপসর্গ দেখা দিচ্ছে কিছুটা ইনফ্লুয়েঞ্জার মতো। জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে।
ছোট্ট শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, জ্বর কোনও কোনও সময়ে অনেক বেড়ে যাচ্ছে। উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। বাচ্চা খুব কাঁদছে।
শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূণ গিরি জানালেন, ভয় পাওয়ার কারণ নেই। জ্বর সারবে ঠিক সময়েই। প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ দেবেন না। প্রয়োজনে দেওয়া যেতে পারে সর্দি-কাশির সিরাপ।
খুব বেশ তাপমাত্রা উঠলে হালকা গরম জলে স্পাঞ্জ করানো যেতে পারে।
কোনও কোনও শিশুর বমি ও পায়খানা হচ্ছে বেশি। সেক্ষেত্রে উপসর্গ অনুযায়ী ওষুধ দিতে হবে। দিতে হবে ওআরএস।
বাড়ির বড়রা কেউ আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে শিশুদের কাছে যাওয়া চলবে না। ৫ বছরের শিশুর ভ্যাকসিনেশন কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না।
মনে রাখবেন, শিশু করোনা আক্রান্ত হলে বা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচানোর জন্য ইচ্ছেমতো ওষুধ দেবেন না। ডাক্তারের পরামর্শ নিন, প্রয়োজনে ফোনে বা অনলাইনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -