ICMR New Covid Guideline : ‘এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে করাতে হবে না কোভিড টেস্ট’, বদল আইসিএমআর-এর নতুন গাইডলাইনে
করোনা আক্রান্ত হওয়ার পর কতদিন নিভৃতবাস, কাকে কাকেই বা করোনা পরীক্ষা করাতেই হবে। এই সংক্রান্ত একটি সংশোধিত গাইড লাইনপ্রকাশ করল আইসিএমআর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIndian Council of Medical Research র প্রকাশিত একটি গাইডলাইনে অনেকগুলি নতুন নিয়ম রাখা হয়েছে। বদল আনা হয়েছে পুরনো নির্দেশে।
আইসিএমআর গাইডলাইনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ‘এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে করাতে হবে না কোভিড টেস্ট’
অতএব, এই পরিস্থিতিতে কাজে বা অন্য কোনও কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিনা টেস্টেই যাওয়া যাবে।
তাছাড়া কারা কোভিড পরীক্ষা করাবেন, সেই নিয়ে নতুন নির্দেশ আইসিএমআর-এর। বলা হল, ‘এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে করাতে হবে না কোভিড টেস্ট’।
এমনকী, সংক্রমিতদের সংস্পর্শে আপনি এসে থাকলেও করোনা পরীক্ষা করাতে হবে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এক ব্যতিক্রম আছে।
যাঁরা বয়স্ক মানুষ, উপসর্গ আছে, কোমর্বিডিটি আছে, তাদের পরীক্ষা করিয়ে নিতে হবে সুরক্ষার জন্য।
এমনকী কোভিড আক্রান্ত হাসপাতাল থেকে মুক্তির সময়ও টেস্ট করাতে হবে না।
সোমবারই কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেনশনের নিয়ম বদল করে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইসোলেনশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিত্সাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে।
৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। মৃদু উপসর্গ ছাড়াও যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -