Covid 19 Treatment : করোনা-নাশে ন্যাজাল স্প্রে !
আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে... আমাদের দেখা হোক সুস্থ শহরে। কিন্তু, মৃত্যু হারছে কই?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখা দিয়েছে ভ্যাকসিন সঙ্কট। কোথাও হাসপাতালে ভ্যাকসিনের আকাল... কোথাও ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ। এই দুঃসময়ে আসার আলো দেখাচ্ছে, কানাডার ফার্মাসিউটিক্যাল ফার্ম, ‘স্যানোটাইজ’ (SaNOtize) । সংক্রমণ মোকাবিলায় একটি ন্যাজাল স্প্রে বা নাকের স্প্রে তৈরি করেছে এই সংস্থা।স্প্রেটির নাম কোরোফ্লু ওয়ানড্রপ কোভিড19।
ইতিমধ্যেই বিদেশের বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে এই ন্যাজাল স্প্রে-র ব্যবহার।
ইতিমধ্যেই বিদেশের বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে এই ন্যাজাল স্প্রে-র ব্যবহার।
এতে আছে নাইট্রিক অক্সাইট। সংস্থার দাবি, ব্যবহারের ২৪ ঘণ্টায়, ৯৫ শতাংশ ভাইরাস নষ্ট করতে সক্ষম এই স্প্রে। ৭২ ঘণ্টায় ৯৯ শতাংশ ভাইরাস খতম করতে পারে।
ভারতে কী আসবে এই ন্যাজাল স্প্রে?? সূত্রের খবর, বিশ্বের বিভিন্ন দেশের ৪-৫ হাজার জনের ওপর, ফেজ থ্রি-র ট্রায়াল করতে চায় উত্পাদনকারী সংস্থা। ভারতীয়দের ওপর পরীক্ষামূলক প্রয়োগে ইচ্ছুক তারা।
কোভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা, ভারত বায়োটেকও ন্যাজাল স্প্রে ভ্যাকসিন তৈরির পথে এগিয়েছে।ভারত বায়োটেক সূত্রে খবর, ৪ শহরের ১৭৫ জনের ওপর ইতিমধ্যেই ট্রায়াল হয়েছে। ২০২১-এর জুনে দ্বিতীয় পর্বের ট্রায়াল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -