Tomato Benefits: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর টমেটোয় রয়েছে বহু গুণ

কেন খাবেন টমেটো, জেনে নিন

1/10
কখনও তরকারিতে কখনও আবার স্ন্যাকসের সঙ্গে। টমেটোর ব্যবহার আমার বহু জায়গায় করি। তবে জানেন কি? এই টমেটো আমাদের শরীরের জন্যও উপকারী। দেখে নেওয়া যাক কেন খাব টমেটো।
2/10
টমেটোতে প্রচুর পরিমানে মিনারেল থাকায়, তা আমাদের শরীরের রক্তচাপ সঠিক মাত্রায় রাখে এবং কোলেস্টেরলের মাত্রায় সঠিক রাখে।
3/10
টমেটোতে রয়েছে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাসিয়াম। রয়েছে থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার। এ ছাড়াও রয়েছে ফাইবার।
4/10
টমেটোয় রয়েছে প্রচপর পরিমানে ক্যালশিয়াম। কাজেই দাঁত এবং হাড়ের জন্য খুবই উপকারী। টমেটোতে থাকা ক্যালসিয়াম হাড়ের জোড় বাড়াতে এবং হাড়ের গঠন সঠিক রাখতে সাহায্য করে।
5/10
টমেটোতে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকায় তা আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা এবং ঠান্ডা লাগার হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে।
6/10
টমেটো চোখের জন্য ভাল। নিয়মিত টমেটো খেলে আমাদের চোখ খুবই ভালো থাকে। কারণ টমেটোতে যে পরিমান ভিটামিন এ থাকে, তা দৃষ্টিশক্তি ভাল রাখার জন্য খুবই প্রয়োজনীয়।
7/10
চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকর উপাদান। ত্বকের সমস্যায় টমেটোর রস ব্যবহার করা যেতে পারে।
8/10
মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো বেশ কার্যকর। টমেটো ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে।
9/10
রক্তস্বল্পতা দূরীকরণে সাহায্য করে। যাঁরা রক্তস্বল্পতায় ভুগছেন, তাঁদের জন্য টমেটো বেশ উপকারী।
10/10
সর্দি-কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর। টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জ্বর নিরাময়েও টমেটো সহায়ক।
Sponsored Links by Taboola