Covid Cases in Delhi: দিল্লিতে ওমিক্রন আক্রান্ত দেশে সর্বাধিক, বাড়ছে উদ্বেগ
দেশে ক্রমশঃ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৭৮১ জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত দেশের ২১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৩৮। তাঁদের মধ্যে ৬৭ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১৬৭ জন।
চিকিৎসকরা জানিয়েছেন, দিল্লিতে যতজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশই উপসর্গহীন। বাকিদের গলা ব্যথা, সামান্য জ্বর, শরীরের বিভিন্ন অংশে ব্যথার মতো সামান্য উপসর্গ আছে।
সারা দেশের মধ্যে দিল্লিতেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক। ফলে চিকিৎসকরাও উদ্বিগ্ন।
দিল্লির এলএনজেপি হাসপাতালেই সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত ভর্তি। এই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওমিক্রন আক্রান্তদের শুধু মাল্টি-ভিটামিন ও প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হচ্ছে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, এখনও পর্যন্ত দিল্লির কোনও ওমিক্রন আক্রান্তকেই অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়নি।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজধানীতে করোনার পজিটিভিটি রেট বেড়ে এক শতাংশ হয়েছে। বিদেশ থেকে অনেকে দেশে ফেরার ফলেই সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে সবারই সতর্ক থাকা উচিত।
দিল্লি সরকার গতকালই করোনা, ওমিক্রন নিয়ে সতর্কতামূলক ব্যবস্থার কথা জানায়। আজ থেকে মেট্রোরেল, বাসের মতো গণপরিবহণগুলি ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯,১৯৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৬,৩৫৮। গত ২৪ ঘণ্টায় যা ৪৪ শতাংশ বেড়ে গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -