Drinks to improve good health: গরমকালে পেটের স্বাস্থ্যের জন্য উপকারী কোন কোন পানীয়?
Drinks to improve good health: গরমকালে কোন কোন পানীয়তে বিশেষভাবে উপকৃত হবেন? জেনে নিন
স্বাস্থ্যের জন্য উপকারী কোন কোন পানীয়?
1/10
রোগ প্রতিরোধ শক্তির প্রায় পুরোটাই নির্ভর করে পাচনতন্ত্রের স্বাস্থ্যের উপর
2/10
অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া থাকে, তার ভারসাম্যের উপর নিভর্র করে স্বাস্থ্য
3/10
কিছু কিছু পানীয় রয়েছে যা পেটের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
4/10
বিটের রস: হজমশক্তি বৃদ্ধির করতে সাহায্য করে এটি। অম্বল-বুকজ্বালা কমাতেও কার্যকর এটা।
5/10
ওজন কমাতে, উচ্চ রক্তচাপ কমাতেও কার্যকর বিটের রস।
6/10
গ্রিন টি: প্রদাহ কমাতে এর জুড়ি মেলা ভার। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর গ্রিন টি।
7/10
বাটারমিল্ক বা ছাঁস: প্রোবায়োটিক পানীয়। পাচনতন্ত্রের জন্য় অত্যন্ত উপকারী।
8/10
লেবুর রস: কমলা, মুসাম্বি বা পাতিলেবু। যে কোনও লেবুর রস ভিটামিন সি-তে ভরপুর।
9/10
লেবুর রসে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। হজম করাতে উপকারী এটি।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন
Published at : 14 Mar 2023 04:07 PM (IST)