Creamy Lassi: কীভাবে দোকানের মত লস্যি বাড়িতে বানাবেন ?
Creamy Lassi At Home: কীভাবে দোকানের মত লস্যি বাড়িতে বানাবেন ? রইল সাতকাহন।
কীভাবে দোকানের মত লস্যি বাড়িতে বানাবেন ?
1/10
প্রথমত ক্রিম লস্যি বানাতে প্রয়োজন ফ্রেশ টক দই। সবথেকে ভাল হয়, বাড়িতে পাতানো দই।
2/10
খেয়ালে রাখবেন ক্রিম লস্যি বানানোর সময় অতিরিক্ত জল মেশাবেন না। তাতে লস্যি স্বাদও নষ্ট হয়। এবং ক্রিম তৈরি হয় না।
3/10
ক্রিম লস্যি বানানোর জন্য আইস কিউব ব্যবহার করবেন, তাহলেও লস্যি আরও বেশি ঘন হবে।
4/10
লস্যি মূলত উত্তর ভারতে বিখ্যাত। পঞ্জাবে লস্যি ছাড়া অনেক খাবার খেয়ে তৃপ্তি পান না।
5/10
তবে লস্যিকে যদিও আরও বেশি ঘন বানাতে চান, তাহলে শুধু শেক করলেই হবে না। ক্রিম দিলে ওই লস্যি আরও বেশি ঘন করা সম্ভব।
6/10
লস্যি খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কারণ লস্যিতে প্রোবায়োটিক পাওয়া যায়। তাই এটা খেলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ে।
7/10
লস্যি খেলে আপনার হজম ক্ষমতা বাড়বে। পাশাপাশি আপনার স্টমাক ভাল থাকবে।
8/10
ব্লাড প্রেসারের ক্ষেত্রে লস্যি একটা বড় ভূমিকা নেয়। এতে শরীরে স্বাভাবিক ভারসাম্য অনেকটাই বজায় থাকে।
9/10
অ্যাসিডিটি আমাদের শরীরে বহু সমস্যা তৈরি করে। যা নিয়ন্ত্রনে না আনলে বড় রোগের আকার ধারণ করে। তবে লস্যি খেলে আপনার অ্যাসিডিটির বিরুদ্ধেও যুদ্ধ করা সম্ভব হবে।
10/10
শরীরের অতিরিক্ত ওজনও কখনই ভাল নয়। নানা রোগ ডেকে আনে এই অতিরিক্ত রোগ। আপনি লস্যি খেলে আপনার ওজনের সঙ্গেও অনেক মোকাবিলা করা সম্ভব। আপনার ওজন , আপনার উচ্চতা অনুযায়ী ধীরে ধীরে স্বাভাবিক হবে।
Published at : 13 Mar 2023 04:53 PM (IST)