Smoking Habit: ধূমপান ছাড়তে চাইছেন? এই খাবারগুলো আপনাকে সাহায্য করবে

এই উপায়ে কমিয়ে ফেলুন ধূমপানের অভ্যাস

1/10
জল শরীরে অক্সিজেনের মাত্রা, আর্দ্রতা বজায় রাখে। ফলে সিগারেট ছাড়ার পর শরীর ও মনে যে অস্থিরতা হয়, তা অনেকটাই কমে যায়।
2/10
মধু পুষ্টিগুণে ভরপুর। শরীর থেকে নিকোটিনের প্রভাব কাটাতে এবং ধূমপানের আসক্তি দূর করতে মধু কার্যকরী ভূমিকা রাখতে পারে
3/10
ভিটামিন সি জাতীয় ফল রাখুন রোজের ডায়েটে। টক জাতীয় ফল খেতে পারেন পর্যাপ্ত। এটে সিগারেটের অভ্য়াস কমে
4/10
ধূমপানের জন্য অস্থির লাগলে এক চিমটে নুন বা নোনতা বাদাম, পপ কর্ন, চিপস জাতীয় খাবার অল্প খেতে পারেন। এটে সিগারেটের আসক্তি কমে।
5/10
ধূমপান ছাড়তে আঙুরের রসও দারুণ কার্যকর। ধূমপানের ফলে শরীরে যে ক্ষতিকর র‍্যাডিকেলস তৈরি হয়, তার প্রভাব কাটাতে আঙুরের রস খেতে পারেন। ফুসফুসের ক্ষতি কমায় এ জুস।
6/10
ধূমপান ছাড়তে আদা চা বা কাঁচা আদা খেতে পারেন এতে উপস্থিত বেশ কিছু উপাদান নানাভাবে সিগারেট খাওয়ার ইচ্ছাকে কমিয়ে দেয়
7/10
অতিরিক্ত ধূমপান শরীরে ডোপামাইনের নিঃসরণ বাড়ায়। জিনসেং ডোপামাইনের নিঃসরণ কমিয়ে দেয়। সপ্তাহে একবার জিনসেং খেলে ধূমপানের ইচ্ছে কমবে
8/10
মৌরি মুখে রাখুন, এতে সিগারেটের প্রতি আশক্তি কমবে। তাছাড়া এটি স্বাস্থ্যের পক্ষেও ভাল। রোজ সকালে মৌরি ভেজানো জন খেতে পারেন।
9/10
মিন্ট নিকোটিনের প্রতি আসক্তি কমায়। কাজেই মিন্ট জাতীয় চিউইং গাম খেতে পারেন। বাজারচলতি নিকোটিন গাম চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।
10/10
ড্রাই ফ্রুটস-এ ক্যালোরির পরিমাণ বেশি থাকায় শরীরের কার্যক্ষমতা বাড়ায়। ফলে, ধূমপান ছেড়ে দেওয়ার পরের পরিস্থিতি সহজ হয়।
Sponsored Links by Taboola