Heart Attack: হার্টের অসুখকে গ্যাসের ব্যথা ভেবে ভুল করছেন না তো?
গ্যাসের (Gastric Problem) সমস্যা ভেবে হৃদ্রোগের চিকিৎসা (Heart Attack) এড়িয়ে যাওয়ার প্রবণতা! সেই কারণেই কি বড় বিপদ এড়ানো যাচ্ছে না? গোড়াতেই রয়েছে গলদ, অন্তত এমনইটাই বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি কেকে-র অকালমৃত্যু এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সকলকেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘদিন ধরে বুকে চাপ, অস্বস্তি অনুভব করতেন গায়ক কেকে (Singer K K) এবং নিজে নিজেই অ্যান্টাসিড (Antacid) খেতেন, যেটা প্রায় সকলেই জীবনের কোনও না কোনও সময় করেছেন।
বুকে ব্যথা? অ্যান্টাসিড। চাপ লাগছে, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে? একটা ব়্যানট্যাক খেয়ে নিলেন। এভাবে সেল্ফ-মেডিকেশন করতে করতে অযথা 'গোল্ডেন পিরিয়ড' নষ্ট করে ফেলেন অনেকেই।
তাহলে করণীয়? কীভাবে বুঝবেন বুকে ব্য়থা কিসের ইঙ্গিত দিচ্ছে? কখন সতর্ক হতে হবে আপনাকে? এ নিয়ে এবিপি লাইভকে (ABP Live) বিস্তারিত জানিয়েছেন ডাঃ সুশান মুখোপাধ্যায়।
ঝুঁকি কখন? ৪০ ঊর্ধ্ব ব্যক্তি, কোলেস্টেরল রয়েছে যাঁদের(Cholesterol), উচ্চরক্তচাপ (High Blood Pressure, সেডেন্টারি লাইফস্টাইল (Sedentary Lifestyle), অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করেন এমন ব্যক্তি (Smocking And Drinking)
পাশাপাশি যাঁর পরিবারে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ধারাবাহিক ইতিহাস রয়েছে এই রিস্ক ফ্যাক্টরগুলি (Risk Factor) যাঁদের রয়েছে তাঁদের সামান্য সমস্যাতেও সময় নষ্ট করা উচিত নয় এবং নির্দিষ্ট সময় অন্তর হৃদ্যন্ত্র এবং রক্তের কিছু পরীক্ষা করা প্রয়োজন।
কীভাবে বুঝবেন আপনার বুকের ব্যথা গ্যাসের নয়, হার্টের... উপসর্গ কী কী? হার্ট অ্যাটাকে (Heart Attack) বুকে ব্যথার থেকেও বুকে চাপ এবং অস্বস্তি অনুভব করাটা প্রধান উপসর্গ।
এ ছাড়াও পেট শক্ত হয়ে আসা, বারবার ঢেকুর ওঠা ইত্যাদিকে নেহাত অম্বল ভেবে ভুল করলে বিপদ ডেকে আনবেন। এই ধরনের উপসর্গ যদি ১০-১৫ মিনিটের বেশি স্থায়ী হয় সে ক্ষেত্রে কালক্ষেপ না করেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ ছাড়াও রাতে বুকে চাপ অনুভব করে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, আর ঘুম না আসা, ঘুম থেকে উঠে কষ্ট ইত্যাদি একেবারেই অ্যাসিডিটির সমস্যা নয়।
মনে রাখতে হবে খুব সিভিয়র প্যানক্রিয়াটাইটিস বা ওই ধরনের সমস্যা ছাড়া রাত্রিবেলায় বুকে ব্যথা বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে জেগে ওঠার ঘটনা সচরাচর ঘটে না। এ ক্ষেত্রে ধরে নিতে হবে সেটা গ্যাসের ব্যথা নয়, হার্টজনিত সমস্যা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -