Lung Cancer Symptoms: ফুসফুসে ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি কী কী?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে ফুসফুসে ক্যানসারে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর প্রায় ২ মিলিয়ন মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফুসফুস ক্যানসার সচেতনতা মাসে জেনে নেওয়া যাক ফুসফুসের ক্যানসারের প্রাতমিক লক্ষণগুলি কী কী-
বুক, ঘাড় এমনকি বগলের কাছে ব্যথা অনুভব হলে তা ফুসফুসে ক্যানসারের লক্ষণগুলির মধ্যে পড়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
জ্বরের সমস্যাও ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণ।
একটানা বেশ কিছুদিন ধরে যদি ক্লান্তিতে ভোগেন, তাহলে তা চিন্তার।
শ্বাস-প্রশ্বাসের সমস্যা হলে অর্থাৎ, শ্বাস নিতে যদি কষ্ট হয়, তাহলে তা ফুসফুসের ক্যানসারের লক্ষণের মধ্যেই পড়ছে বিশেষজ্ঞদের মতে।
হাঁচতে গেলে, কাশতে গেলে কিংবা কথা বলার সময়ও যদি বুকে ব্যথা অনুভব করেন, তাহলে ফেলে না রেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।
দু সপ্তাহেরও বেশি সময় ধরে যদি কাশির সমস্যা দেখা দেয় তাহলে তা চিন্তার বিষয় বৈকি।
আচমকা যদি অনেকটা ওজন কমে যায়, তাহলে খুশি না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হঠাৎ ওজন কমে যাওয়া ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যেই পড়ছে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -