Covid19:শেষ ২৪ ঘণ্টায় দেশে নয়া করোনা-আক্রান্ত ৬৯২, চিন্তা বাড়ছে স্বাস্থ্যকর্তাদের
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬৯২, মৃত ৬। বছরের শেষ পর্বে এসে কোভিড-১৯-র এই পরিসংখ্যান রক্তচাপ বাড়াচ্ছে কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের শীর্ষকর্তাদের। দীর্ঘ সময় নিয়ন্ত্রণে থাকার পর ফের বাড়তে শুরু করেছে সংক্রমিতের সংখ্যা। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক বৃহস্পতিবার যে তথ্য দিয়েছে, তার পর এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ হাজার ৯৭-তে। ৬জন মৃতের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। (ছবি:PTI)
বাকি পাঁচ জনের মধ্যে এক জন দিল্লি, এক জন কর্নাটক এবং এক জন কেরলে থাকতেন। দু'জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। (ছবি:PTI)
বস্তুত, ২০২০ সালের জানুয়ারি মাসে যখন এদেশে প্রথম করোনা-আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল, তার পর থেকে এই পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা সাড়ে ৪ কোটি পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩৩ হাজারের। (ছবি:PTI)
অতিমারির দাপাদাপির স্মৃতি এখনও মেলায়নি। তার মধ্যে সংক্রমণের এমন বাড়বাড়ন্তে প্রমাদ গুনছেন অনেকেই। তবে এবার করোনার যে উপপ্রজাতি এদেশের বাসিন্দাদের কাবু করছে, তার বৈজ্ঞানিক পরিচয় JN.1 variant। (ছবি:PTI)
উপপ্রজাতিটির স্বভাব-চরিত্র নিয়ে এর মধ্যে সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। পরীক্ষা এবং জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর উপর জোর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। (ছবি:PTI)
একই সঙ্গে বয়স্কদের ক্ষেত্রে আলাদা সতর্কতার কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার অবশ্য জানাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। তবে সতর্ক হতেই হবে। (ছবি:PTI)
অতীত যাতে ফিরে না আসে, সে জন্য স্ক্রিনিংয়ের উপর জোর দেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ বাঘেলও। সবকটি রাজ্যকেও এই মর্মে আরও একবার আর্জি জানান তিনি।(ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -