Covid 19 : বারে বারে কোভিডের ফিরে আসা, কতদিন থাকবে এই আতঙ্ক? গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডা. দীপ্তেন্দ্র সরকার
আবারও একটা নতুন বছরের সামনে দাঁড়িয়ে আমরা। বছর শেষের আগে কেরলে হঠাৎ কোভিডের হানা! বর্ষবরণের আগে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা দেশের! কতটা বিষাক্ত কামড় হতে পারে এইবার ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামনে এসেছে নতুন সাব ভ্যারিয়েন্টের নামও। JN.1। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, এটি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। কেন এভাবে বারবার ফিরে আসছে কোভিড? করোনার এই নতুন উপপ্রজাতিই বা কতটা ভয়ঙ্কর?
যেহেতু কোভিড-১৯ যেভাবে ভয়ঙ্করভাবে প্রভাব ফেলেছিল মানবজীবনে, তাতে আগামী কয়েকবছর কোভিডের যা যা ভ্যারিয়েন্ট আসবে , তার উপর নজর রাখতে হবে। প্রয়োজনে সতর্ক হতে হবে।
তবে, ডেল্টা যেভাবে মৃত্যুমিছিল ঘটিয়েছিল, তা আর হবে না। সংক্রমণ ঘটানোর ক্ষমতা আছে জেএনওয়ান সাব ভ্যারিয়েন্টের, তবে মৃত্যু ঘটানোর আশঙ্কা প্রায় নেই বললেই চলে।
ডা. দীপ্তেন্দ্র সরকারের কথায়, কোভিড ১৯ করোনা ভাইরাসের একটি ধ্বংসাত্মক রূপ ছিল। যা আমাদের ছিন্নভিন্ন করে দিয়ে গিয়েছে। বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে।
ডাক্তার বাবু আরও জানালেন, 'করোনা ২ হাজার বছর আগেও ছিল, পরেও থাকবে '। তবে ভোঁতা হয়ে যাবে এর ধারালো ছুরিটা। তাই এই ভাইরাস যেভাবে মৃত্যুমিছিল ঘটিয়েছিল, তা আর হবে না।
এবার করোনা আক্রান্তের যেসব মৃত্যুর খবর পাওয়া গিয়েছে,তার কারণ অন্যান্য কঠিন সহ-অসুস্থতা হতে পারে, তবে সরাসরি এই ভ্যারিয়েন্টের জন্য মৃত্যু হয়েছে, এমন ঘটনা এখনও ঘটেনি।
এবার করোনার উপসর্গগুলির মধ্যে প্রধান হচ্ছে,
জ্বর, কাশি , নাক দিয়ে জল পড়া। প্রসঙ্গত উল্লেখ্য, আগেরবার কোভিডে এই উপসর্গ ছিল না। এছাড়া কারও কারও ডায়রিয়ার মতো সমস্যা হচ্ছে।
ডেল্টার সময় যেমন ভাইরাস সরাসরি ফুসফুসে হানা দিয়েছিল, ফুসফুস সাদা করে দিচ্ছিল, এটার ক্ষেত্রে এখনও তেমনটা হচ্ছে না। তবে সতর্ক থাকতে হবে গুরুতর কো-মর্বিডিটি থাকলে বা বয়স বেশি হলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -