Dengue : ডেঙ্গি-বিপদ বুঝবেন কীভাবে ? সুস্থ থাকতে সঙ্গী হোক সচেতনতা
একাধিক উপসর্গ দেখা যায় ডেঙ্গিতে। সবক্ষেত্রেই জ্বর দেখা যায়। হাই ফিভার (High Fever) স্বাভাবিক উপসর্গ। তার সঙ্গেই প্রবল সর্দি (Cough) ও ঠান্ডা লাগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাংসপেশি এবং শরীরের বিভিন্ন গাঁটে অসম্ভব ব্যথা সারা গায়ে rash দেখা যায়।
অনেকের প্রবল মাথাব্যথা (headache) হয়ে থাকে চোখে এবং চোখের পিছনে ব্যথা বমি (Vomiting ) এবং মাথাঘোরার সমস্যা দেখা যায়।
মূল রোগের কোনও ওষুধ এখনও নেই। ফলে রোগের আক্রান্তদের উপসর্গের (Symptoms) চিকিৎসা করা হয়।
পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়লে প্রথম থেকেই প্রচুর জল, ফলের রস জাতীয় ফ্লুইড গ্রহণ করুন। এর চিকিৎসা বলতে প্যারাসিটামল এবং ফ্লুইড দেওয়া।
মশা তাড়ানোর জন্য নিমপাতা ব্যবহার করতে পারেন। নিমপাতা স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। মশা তাড়াতে ঘরে নিমপাতা পোড়াতে পারেন। খাবারের তালিকায় নিমপাতা রাখতে পারেন।
ডেঙ্গি রুখতে সবথেকে বড় হাতিয়ার সচেতনতা। তাই সচেতনতার বার্তাও দেওয়া হয়।
ড্রামে যেন জল না জমে। কোনও জায়গায় যেন দীর্ঘদিন বর্জ্য জমে না থাকে ।
প্রয়োজনে মশার নেট ব্য়বহার করা হয় প্রয়োজনে মশারির ব্যবহার, মশা রেপেল্যান্টস ব্যবহার করতে হবে।
ডেঙ্গি রোগে আক্রান্ত রোগীকে সঠিক সময়ে চিকিৎসা না করালে তা প্রাণঘাতীও হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -