Coriander Benefits: ডায়াবেটিসে উপকারী, কমায় হাই প্রেসারও, আর কী কী গুণ ধনেপাতায়?
ধনেপাতায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে ও প্রোটিন পাওয়া যায়। স্বাদের পাশাপাশি এর পুষ্টিগুণও অনেক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশরীরের পক্ষে অত্যন্ত উপকারী ধনেপাতা। এটি রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সুস্থ রাখে মস্তিষ্কও।
ধনেপাতা হার্টের জন্য উপকারী। এতে রয়েছে ভিটামিন ও প্রোটিন। এ ছাড়া রয়েছে ক্যালশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি।
ধনেপাতায় থাকা উপাদান রক্তচাপ কমায়। কোলেস্টেরলও দূর করে। ফলে হার্টের সমস্যা থেকে শুরু করে স্ট্রোক দূর করে এ খাবার।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী এটি। ধনেপাতায় রয়েছে উৎসেচক। আর তা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারে। তাই ডায়াবেটিস থাকলে অবশ্যই খেতে পারেন এ খাবার। তবেই সমস্যা মিটবে।
ব্রেনের জন্য উপকার ধনেপাতা। এ খাবারে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। চিকিৎসকরা বলছেন, এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখতে সহায়ক।
ধনেপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দুশ্চিন্তা কমায়। এমনকি বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত এ খাবার খেলে দুশ্চিন্তা কমানও সম্ভব।
হজমে সাহায্য করে ধনেপাতা। চিকিৎসকরা বলছেন, এতে থাকা উপাদান পেট ভাল রাখে।
হজমক্ষমতা ঠিক রাখার পাশাপাশি এটি মেটাবলিজম ঠিক রাখতে সহায়ক।
এ ছাড়া পেটে ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে দিতে পারে এ ধনেপাতা। তাই অবশ্যই পাতে রাখুন ধনেপাতা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -