Health News: কী ভাবে বাড়ছে মাঙ্কিপক্স, দেখুন ছবি
আরও এক সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মিলল ভারতে। এবার হিমাচল প্রদেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই ব্যক্তির বিদেশ-সফরের কোনও রেকর্ড নেই। তবে দেহে মাঙ্কিপক্সের উপসর্গ ষোলো আনা।
২১ দিন আগে তাঁর দেহে উপসর্গ দেখা দেয়। তবে এখন তিনি সুস্থ হওয়ার পথে। এদিকে সন্দেহভাজন আক্রান্তের খোঁজ মেলায় কদিন আগে ছোটাছুটি শুরু হয়েছিল পটনাতেও।
তেলঙ্গানাতেও এক বিদেশ-ফেরতের দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিলে তৎপর হয়ে ওঠেন স্বাস্থ্যকর্মীরা।
মাঙ্কিপক্স 'জুনটিক ডিজিজ' নামে পরিচিত। সহজ কথায় এর অর্থ, বিভিন্ন প্রজাতির জীবজন্তু থেকে মানবদেহ বা মানুষের দেহে জীবজন্তুর দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।
সাধারণত সংক্রমিত ব্য়ক্তির সংস্পর্শে এলে বা তাঁর দেহরসের সংস্পর্শ, জামাকাপড় বা বেডশিটের ছোঁয়াচ লাগলে আর এক জনও আক্রান্ত হতে পারেন।
গত সপ্তাহে বিশ্বের ৭৫ টি দেশে ১৬ হাজারেরও বেশি মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মেলে বলে খবর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি কনসার্ন বলে ঘোষণা করে। হিমাচলের ঘটনাটি আদৌ মাঙ্কিপক্স সংক্রমণের কিনা, জানতে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে নমুনা পাঠানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -