Smoking Habits:সিগারেট ছা়ড়তে মেনে চলতে পারেন এই উপায়

Health:ধূমপান ছাড়তে চাইছেন? কিন্তু কিছুতেই নেশার কবল থেকে বেরোতে পারছেন না। কী করবেন? কিছু উপায় রয়েছে। প্রথমত, এটা মেনে নেওয়া দরকার যে দীর্ঘদিন ধরে সিগারেট সেবন করলে টোব্যাকো-য় আসক্তি অস্বাভাবিক নয়।

সিগারেট ছা়ড়তে মেনে চলতে পারেন এই উপায়

1/8
ধূমপান ছাড়তে চাইছেন? কিন্তু কিছুতেই নেশার কবল থেকে বেরোতে পারছেন না। কী করবেন? কিছু উপায় রয়েছে।
2/8
প্রথমত, এটা মেনে নেওয়া দরকার যে যাঁরা দীর্ঘদিন ধরে সিগারেট সেবন করেন তাঁদের মধ্যে টোব্যাকো-র প্রতি আসক্তি অস্বাভাবিক নয়।
3/8
কিন্তু যেই মুহূর্তে মনে হবে, এই আসক্তির কাছে ফের আপনি আত্মসমর্পণ করে ফেলছেন, ঠিক তখনই নিজেকে বলুন, আর ১০ মিনিট অপেক্ষা! এই ভাবে অপেক্ষার মেয়াদ একটু একটু করে বাড়ান।
4/8
আসক্তির মুহূর্তে লজেন্স খেয়ে দেখতে পারেন। বহু প্রাক্তন ধূমপায়ী জানান, সাময়িক ভাবে হলেও এটি তাঁদের কাজে লেগেছে।
5/8
'নেজাল স্প্রে'। এটিও কিন্তু টোব্যাকো-র প্রতি আসক্তি নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী।
6/8
এমন জায়গা যেখানে সাধারণত বেশি পরিমাণে তামাক সেবন হয়েছে, সেখানে গেলেই কারও কারও আসক্তির তীব্রতা বাড়ে।
7/8
এমন জায়গায় নেশা 'রিল্যাপস' করার বা ফিরে আসার সম্ভাবনা বেশি। কিন্তু হাল ছাড়লে চলবে না। একান্ত ওই সব জায়গা যেতে হলে অন্য জায়গায় মনোনিবেশ করুন।
8/8
নিকোটিন যদি টানে, তা হলে চিনিহীন চুইং গাম বা হার্ড ক্যান্ডিং খেয়ে দেখতে পারেন। এতেও উপকার পাওয়া যায়। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola