Health Tips: শরীর সুস্থ রাখতে মানুন এই নিয়ম

Detox Your System:প্রত্যেক দিনের হুড়োহুড়িতে শরীরের দিকে হয়তো ঠিকঠাক নজর দেওয়া হয় না। সময় পেলে কখনও-সখনও এক্সারসাইজ, যতটা সম্ভব খাবারদাবার নিয়ন্ত্রণ- নিয়ম বলতে এটুকুই।

শরীর সুস্থ রাখতে মানুন এই নিয়ম

1/8
প্রত্যেক দিনের হুড়োহুড়িতে শরীরের দিকে হয়তো ঠিকঠাক নজর দেওয়া হয় না। সময় পেলে কখনও-সখনও এক্সারসাইজ, যতটা সম্ভব খাবারদাবার নিয়ন্ত্রণ- নিয়ম বলতে এটুকুই।
2/8
কিন্তু শরীরেরও 'ডিটক্স' প্রয়োজন। সহজ কথায়, অপ্রয়োজনীয় বর্জ্য বের করার কৌশল। কী ভাবে করবেন সে সব? রয়েছে সহজ উপায়।
3/8
গরম জলের সঙ্গে লেবুর রস। ডিটক্সে দারুণ কাজ করে। যদি মনে করেন, তাতে একচিমটে আদাও মিশিয়ে নিতে পারেন।
4/8
'প্রোবায়োটিক'-র কথা অবশ্যই মনে রাখবেন। এই তালিকায় কোন কোন খাবার থাকে, কম বেশি মোটামুটি সকলের জানা।
5/8
দই বা ইয়োগার্ট জাতীয় খাবার আপনার পাচনতন্ত্রের বহু সমস্যা দূর করতে। এগুলিতে ভাল ব্যাকটিরিয়া রয়েছে যা কিনা আপনার ডাইজেসটিভ ট্র্যাক্ট পরিষ্কার রাখে।
6/8
প্রচুর জল খান। প্রাকৃতিক উপায়ে বহু বর্জ্য এমনিই বেরিয়ে যাবে।
7/8
গ্রিন টি-র কথা ভুলে যাননি তো? বিপুল পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এতে। নিয়মিত কিন্তু নিয়ন্ত্রিত গ্রিন-টি সেবনে আপনার 'মেটাবলিজম' ভাল হতে পারে।
8/8
'ডিটক্সে' নিমপাতার ব্যবহার বহু দিন ধরেই প্রচলিত। রক্তের শোধন ও লিভারের সমস্যা সমাধানে এর বহু গুণ, মনে করেন বিশেষজ্ঞদের একাংশ।
Sponsored Links by Taboola