Health News:বন্ধ্যাত্বকরণের পরও গর্ভধারণ কি সম্ভব? গাফিলতির অভিযোগে ক্ষতিপূরণ দাবি বিহারের যুবতীর

Woman Becomes Pregnant Despite Sterilization:বন্ধ্যাত্বকরণের জন্য মাস আটেক আগে যে সার্জারি করিয়েছিলেন, এত দিন পর্যন্ত জানতেন সেটা সফল। কিন্তু একী? এর পরও কী ভাবে গর্ভধারণ সম্ভব?

বন্ধ্যাত্বকরণের পরও গর্ভধারণ কি সম্ভব?

1/8
বন্ধ্যাত্বকরণের জন্য মাস আটেক আগে যে সার্জারি করিয়েছিলেন, এত দিন পর্যন্ত জানতেন সেটা সফল। কিন্তু একী? এর পরও কী ভাবে গর্ভধারণ সম্ভব? বিহারের জামুইয়ের এক যুবতীর সঙ্গে এমনই হয়েছে বলে খবর।
2/8
ঝাঁঝা ব্লকের কোদওয়াদে গ্রামের বাসিন্দা ওই যুবতী মাসদুয়েক আগে আলট্রাসাউন্ড করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসে। স্বামী-স্ত্রী দু'জনেরই মাথায় হাত। এবার কী হবে? চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেছেন তাঁরা।
3/8
বিহারের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ওই দম্পতির চার সন্তান রয়েছে। আর্থিক অবস্থা বলতে নুন আনতে পান্তা ফুরোয়। এই অবস্থায় ফের সন্তানের জন্ম?
4/8
অভিযোগকারিণীর কথায়, '২০২২ সালের ১৭ নভেম্বর ঝাঁঝার এক হাসপাতাল থেকে আসা মেডিক্যাল ক্যাম্পে বন্ধ্যাত্বকরণের জন্য অপারেশন করাই।'
5/8
কিন্তু মাসদুয়েক আগে যখনই তিনি জানতে পারেন যে ফের মা হতে চলেছেন, আর দেরি করেননি।
6/8
ওই হাসপাতালের মেডিক্যাল অফিসারের পাশাপাশি ডিস্ট্রিক্ট সিভিল সার্জেনকেও বিষয়টি জানান তাঁরা।
7/8
জামুইয়ের ডিস্ট্রিক্ট সিভিল সার্জেন মহেন্দ্র প্রতাপও অভিযোগের কথা মেনে নিয়ে জানান, বিষয়টি খতিয়ে দেখতে মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।
8/8
তাঁর দাবি, চিকিৎসায় গাফিলতি প্রমাণ হলে সরকারি স্তরে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগও রয়েছে। মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বকরণের জন্য অপারেশন করে বা না করে ফ্যালোপিয়ান টিউবটি 'ব্লক' করে দেন চিকিৎসকরা। তার পরও কী ভাবে এমন হল, খুঁজবে মেডিক্যাল টিম।
Sponsored Links by Taboola