Conjunctivitis : চোখ রাঙাচ্ছে কঞ্জাঙ্কটিভাইটিস, হু হু করে সংক্রমণ, কী উপসর্গ? সারবে কীভাবে?
বছরের যে কোনও সময়ই এই ইনফেকশন হতে পারে। তবে বর্ষায় বাড়ে প্রকোপ।
চোখ রাঙাচ্ছে কঞ্জাঙ্কটিভাইটিস
1/9
দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে কঞ্জাঙ্কটিভাইটিসের প্রকোপ। হাসপাতালগুলিতে বাড়ছে ছোটদের ভিড়। উত্তরপ্রদেশে আক্রান্ত হচ্ছে বহু শিশু।
2/9
বাংলাতেও বাড়ছে কঞ্জাঙ্কটিভাইটিস। বিশেষত স্কুল, কলেজ , জমায়েত থেকে সংক্রমিত হচ্ছে এই অসুখ। ডাক্তারখানাগুলিতে রোগীদের ভিড়।
3/9
কঞ্জাঙ্কটিভাইটিসকে অনেকেই pink eye বলে থাকেন। বছরের যে কোনও সময়ই এই ইনফেকশন হতে পারে। তবে বর্ষায় বাড়ে প্রকোপ।
4/9
ডাক্তাররা বারবার সতর্ক করছেন, যাতে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ না কেনেন আক্রান্তরা। তাতে লাভ বই, ক্ষতির আশঙ্কাই বেশি।
5/9
জেনে নেওয়া যাক, এই অসুখের উপসর্গগুলি । একটি বা দুই চোখেই লালভাব। ( Redness in one or both eyes ) একটি বা উভয় চোখেই অসম্ভব চুলকানি। (Itchiness in one or both eyes)
6/9
চোখে কিছু ফুটছে মনে হচ্ছে (A gritty feeling in one or both eyes) রাতের বেলা চোখ দিয়ে তরল নিঃসৃত হওয়া, যা জমে গিয়ে চোখ খুলতে কষ্ট হতে পারে সকালে।
7/9
অনবরত চোখ থেকে জল পড়া ( Tearing ) আলোর দিকে তাকাতে না পারা ( Sensitivity to light) । একে ফটোফোবিয়াও বলে।
8/9
এই সময় আলোর দিকে তাকালেই চোখে কষ্ট হতে পারে। জল পড়তে পারে। তাই চোখকে বিশ্রাম দিতে হবে। আলো এড়িয়ে চলতে রোদচশমা পরতে পারেন। এতে অন্যরাও সংক্রমণ থেকে রক্ষা পাবেন।
9/9
কন্টাক্ট লেন্স ব্যবহারকারীরা এই সম কন্টাক্ট লেন্স পরা বন্ধ করুন। চোখ লাল হতে শুরু করার ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে অবস্থার উন্নতি না হলে ডাক্তার দেখাতে হতে পারে।
Published at : 15 Jul 2023 04:07 PM (IST)