Conjunctivitis : চোখ রাঙাচ্ছে কঞ্জাঙ্কটিভাইটিস, হু হু করে সংক্রমণ, কী উপসর্গ? সারবে কীভাবে?

বছরের যে কোনও সময়ই এই ইনফেকশন হতে পারে। তবে বর্ষায় বাড়ে প্রকোপ।

চোখ রাঙাচ্ছে কঞ্জাঙ্কটিভাইটিস

1/9
দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে কঞ্জাঙ্কটিভাইটিসের প্রকোপ।  হাসপাতালগুলিতে বাড়ছে ছোটদের ভিড়। উত্তরপ্রদেশে আক্রান্ত হচ্ছে বহু শিশু। 
2/9
বাংলাতেও বাড়ছে কঞ্জাঙ্কটিভাইটিস। বিশেষত স্কুল, কলেজ , জমায়েত থেকে সংক্রমিত হচ্ছে এই অসুখ। ডাক্তারখানাগুলিতে রোগীদের ভিড়।
3/9
কঞ্জাঙ্কটিভাইটিসকে অনেকেই  pink eye বলে থাকেন। বছরের যে কোনও সময়ই এই ইনফেকশন হতে পারে। তবে বর্ষায় বাড়ে প্রকোপ।
4/9
ডাক্তাররা বারবার সতর্ক করছেন, যাতে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ না কেনেন আক্রান্তরা। তাতে লাভ বই, ক্ষতির আশঙ্কাই বেশি। 
5/9
জেনে নেওয়া যাক, এই অসুখের উপসর্গগুলি ।  একটি বা দুই চোখেই লালভাব। ( Redness in one or both eyes )  একটি বা উভয় চোখেই অসম্ভব চুলকানি। (Itchiness in one or both eyes)
6/9
চোখে কিছু ফুটছে মনে হচ্ছে (A gritty feeling in one or both eyes)  রাতের বেলা চোখ দিয়ে তরল নিঃসৃত হওয়া, যা জমে গিয়ে চোখ খুলতে কষ্ট হতে পারে সকালে।
7/9
অনবরত চোখ থেকে জল পড়া ( Tearing )  আলোর দিকে তাকাতে না পারা ( Sensitivity to light) । একে ফটোফোবিয়াও বলে। 
8/9
এই সময় আলোর দিকে তাকালেই চোখে কষ্ট হতে পারে। জল পড়তে পারে। তাই চোখকে বিশ্রাম দিতে হবে।   আলো এড়িয়ে চলতে রোদচশমা পরতে পারেন। এতে অন্যরাও সংক্রমণ থেকে রক্ষা পাবেন।
9/9
কন্টাক্ট লেন্স ব্যবহারকারীরা এই সম কন্টাক্ট লেন্স পরা বন্ধ করুন।  চোখ লাল হতে শুরু করার ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে অবস্থার উন্নতি না হলে ডাক্তার দেখাতে হতে পারে। 
Sponsored Links by Taboola