Body Weight Care: আগে চেয়েও কমেনি ওজন, এখন হঠাৎ রোগা ! এই রোগ হয়নি তো ? কী করবেন
Body Weight Care: একটা সময় অনেক চেয়েও কমাতে পারেনি নিজের ওজন। কোনও কিছুই করতে বাকি রাখেননি। এখন হঠাৎ রোগা ! কী করবেন
আগে চেয়েও কমেনি ওজন, এখন হঠাৎ রোগা ! এই রোগ হয়নি তো ? কী করবেন
1/10
একটা সময় অনেক চেয়েও কমাতে পারেনি নিজের ওজন। কোনও কিছুই করতে বাকি রাখেননি।
2/10
এদিকে আচমকা ওজন কমে যাওয়ায়, মনে ভয় দেখা দিয়েছে। আসলে আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক।
3/10
কারণ অতিরিক্ত ওজন বা উচ্চতা অনুযায়ী কম ওজনও কোনওটিও ঠিক নয় শরীরের জন্য।
4/10
যদি অত্যাধিক হারে ওজন কমতে শুরু করে, তাহলে দুবার না ভেবে চিকিৎসকের কাছে যান।
5/10
তার কারণ কোনওরকম শারীরিক কসরত ছাড়াই অনেকসময় ওজন কমে যেতে পারে।
6/10
আপনার BMI যদি ১৮.৫ এর নীচে থাকে, তাহলে ধরে নেওয়া হয়, ওজন স্বাভাবিকের থেকে কম।
7/10
BMI যদি ২৫ এর বেশি হয়, সেক্ষেত্রে ধরে নেওয়া হয়, তাহলে ওজন স্বাভাবিকের থেকে বেশি।
8/10
টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকসময় ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখতে পাওয়া যায়।
9/10
থাইরয়েডের মাত্রা বেড়ে গেলে, বিপাক হার বৃ্দ্ধি পায়, এক্ষেত্রে ওজন কমে যেতে পারে।
10/10
যদিও এই ধরণের কোনও সন্দেহ দেখা দেয় মনে, ডাক্তারের কাছে দ্রুত পরামর্শ নিতে যান।
Published at : 14 Oct 2024 03:39 PM (IST)