Health Care: বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়েছেন ? বন্ধ নাক থেকে মুক্তি পাবেন কী করে ? রইল টিপস

Blocked Nose Care: একটানা রোদের তাপ, তারপর আবার হঠাৎ বৃষ্টি , ঠান্ডা লেগে বন্ধ হয়েছে নাক ? কীভাবে মুক্তি পাবেন, দেখুন একনজরে

বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়েছেন ? বন্ধ নাক থেকে মুক্তি পাবেন কী করে ? রইল টিপস

1/10
নাক বন্ধ হলে দীর্ঘদিন ধরে চলে আসা এই পদ্ধতিতেই মুক্তি সম্ভব। আপনি গরম জলের ভাপ নিতে পারেন। এতে মিউকাস বাইরে বেরিয়ে আসবে।
2/10
এর পাশাপাশি আপনি টাওয়েল গরম করে শেক নিতে পারেন। অথবা গরম জলে টাওয়াল ভিজিয়ে ভাল করে জল ফেলে নিয়ে নাক বরবার কপালে ছুয়ে রাখলেও স্বস্তি ফিরবে।
3/10
আপনি ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। এই এসেনশিয়াল অয়েলে মেন্টলের মতো উপাদান থাকায় বন্ধ নাক দ্রুত খুলে যাবে।
4/10
তবে এসেনশিয়াল অয়েল ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরমার্শ নেবেন। কারণ এই তেলকে লঘু করে নিয়ে তবে ব্যবহার করা উচিত।
5/10
ঠান্ডা-গরম লাগলে, আপনি মধু-লেবু জলও খেতে পারেন। এতে আপনার জমে থাকা সর্দি থেকে মুক্তি মিলবে।
6/10
গরম দুধে তেঁতুল মিশিয়ে খেতে পারেন। তাহলেও এই অসুবিধা থেকে মুক্তি পেতে পারেন। আপনার নাক খুলে যাবে।
7/10
আপনি কালো জিরে গুড়ো করে, কাপড়ের ভিতরে নিয়ে গন্ধ নিলেও আপনার বন্ধ নাক খুলে যাবে।
8/10
স্ট্রবেরি, কমলালেবু, কিউই, আদা খেলেও আপনার সর্দি কমে যাবে। বন্ধ নাক খুলে যাবে।
9/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।
10/10
এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola