Skin Care: বয়স্ক দেখাচ্ছে ? বছর শেষের মাসে নিজেকে ফিরে পান নতুন করে

Protect Your Skin From Harsh Weather : শুষ্ক আবহাওয়ায় মুখে টান ধরছে ? কী করবেন , দেখুন এক নজরে

বয়স্ক দেখাচ্ছে ? বছর শেষের মাসে নিজেকে ফিরে পান নতুন করে

1/10
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কিন কেয়ার বদলে নিজেকে ফিরে পান নতুন করে।
2/10
প্রথমত শীতে এমনিতেই রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে ত্বক। তাই এই সময় কিছু সাবধানতা অবলম্বন করা দরকার।
3/10
শীতে জেল বা ওয়াটারবেস মশ্চেরাইজার বেছে নিন। এতে আপনার মুখ থেকে বলিরেখা সরে যাবে।
4/10
অ্যাভোকাডো যুক্ত মশ্চেরাইজার ত্বকের জন্য ভাল হবে। বিয়ের মরশুমে আপনার ত্বকে জেল্লা ফিরবে।
5/10
শীত বলে রোদকে হালকাভাবে নেবেন না। এই সময়েও সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বক সুরক্ষিত থাকবে।
6/10
ত্বক ভাল রাখার জন্য ঘুম থেকে উঠেই মুখ পরিস্কার রাখতে হবে। তবে খেয়াল রাখবে অতিরিক্ত ক্ষার যুক্ত কিছু ব্যবহার করবেন না।
7/10
এমন কোনও ক্লিনজার ব্যবহার করুন, যা আপনার ত্বকের প্রাকৃতিক তৈলাক্ত ভাব বজায় রাখে।
8/10
তবে মুখে কোনও দাগ বা স্ট্রেসে থাকলে হালকা বরফ ঘষতে পারেন, তবে ঠান্ডা লাগার ধাত থাকলে এড়িয়ে যান।
9/10
বিশেষত ৩০ বছরের পর মহিলাদের বয়স্ক দেখাতে শুরু হয়। তাই একটু বুঝে খাওয়া দাওয়া করতে হবে।
10/10
পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং ঘুমোতে হবে। অধিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola