Winter Remedy: ঠান্ডায় নাক বন্ধ হলে নিজেই ওষুধ নেন ? ফলে হতে পারে মারাত্মক, কী করবেন ?

Cough and Cold Recovery: ঠান্ডায় নাক বন্ধ হলে নিজেই ওষুধ নেন ? ফলে হতে পারে মারাত্মক, কারণ হালকা ঠান্ডায়, সর্দি লাগলে বারবার নিজে নিজে ওষুধ কিনে খেলে, অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, কী করবেন ?

ঠান্ডায় নাক বন্ধ হলে নিজেই ওষুধ নেন ? ফলে হতে পারে মারাত্মক, কী করবেন ?

1/10
রাজ্যে তাপমাত্রা ক্রমাগত ওঠানামায় সর্দি কাশি সারছে না। তবে এই অবস্থায় নিজে নিজে দোকান থেকে ওষুধ কিনে খাবেন না।
2/10
এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেলে আপনার অজান্তে ওষুধের কম্পোজিশন না জানা থাকায় প্রভাব পড়তে পারে।
3/10
সবথেকে বড় কথা ঠান্ডা লাগার কারণ শুধুই তাপমাত্রার ওঠানামার কারণে নাও হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরী। তিনি আপনার থেকে উপসর্গ শুনে ওষুধ দেবেন।
4/10
রাজ্যে ক্রমশই পারদ পতন হয়ে চলেছে। এই সময় কান-মাথা ঢেকে চলুন। প্রয়োজনে পায়ে মোজা পরুন।
5/10
বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে পারদ আরও নামার সম্ভাবনা। তাই ঠান্ডা খাবার এড়িয়ে চলুন।
6/10
আদা, মধু সহযোগে গরম জল খেতে পারেন। তাতে সর্দি কাশি কমবে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে।
7/10
চলতি সপ্তাহ থেকে শীতের আমেজ আরও বাড়বে বাংলাজুড়ে। এই পরিস্থিতিতে হালকা গরম জল নিয়ে স্নান করুন।
8/10
বদ্ধ ঘরে বেশি লোক হলে, অস্বস্তি বেড়ে ঘাম হতে পারে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ঠান্ডা-গরম কিছুতেই লাগানো যাবে না।
9/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই পারদ পতন রাজ্যে । এই পরিস্থিতিতে শরীর খারাপ থাকলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে পিছিয়ে দিন।
10/10
তাপমাত্রার খুব বেশি ফারাক থাকলে সেই জায়গা এড়িয়ে চলুন। কারণ তাতে শরীরের তাপমাত্রা ওঠানামায় সমস্যায় পড়তে পারেন।
Sponsored Links by Taboola