Early Menopause : সময়ের আগেই মেনোপজ কেন হয়, কী কী ক্ষতি হতে পারে ?
ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার একটি নির্দিষ্ট বয়স থেকে।কিন্তু সেই বয়সে পৌঁছানোর আগেই যদি মেনোপজ হয়ে যায়, তবে তাকে বলে আর্লি মেনোপজ ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাদের ক্ষেত্রে এই সময়টা এগিয়ে আসার আশঙ্কা বেশি জানেন? এই উপসর্গগুলি দেখলে আগেভাগেই সতর্ক হতে হবে।
শরীরের সব ডিম্বাণু বের হয়ে গেলে, তার ঋতুবন্ধ হয়ে যায়। অর্থাৎ মেনোপজ হয়। তখন আর মাসিক হয় না।
কাদের ক্ষেত্রে মেনোপজ সময়ের আগে ঘটতে পারে ? প্রিম্যাচিউর মেনোপজ বা আর্লি মেনোপজ হলে নানারকম জটিলতা আসে। প্রজনন ক্ষমতা তো স্তব্ধ হয়ই, সেই সঙ্গে আরও কিছু প্রভাব পড়তে পারে শরীরে।
হট ফ্লাশের (Hot flushes ) মতো সমস্যা হতে পারে। যেখানে হঠাৎ করে শরীর অস্থির লাগা, গরম লাগা, কুলকুল করে ঘাম বের হয়।
যৌনতায় উত্তেজনা অনুভব না করা, যোনিপথ শুকিয়ে যাওয়ার (Vaginal dryness ) মতো সমস্যা হতে পারে। এর ফলে দাম্পত্য জীবনে স্ট্রেস আসতে পারে।
বারবার মূত্রদ্বার বা নালীতে ইনফেকশন (urinary infection ) হতে পারে। তাতে জ্বালাভাব আসতে পারে।
পিরিয়ড সংক্রান্ত সমস্যাগুলির প্রতি কিন্তু কম বয়স থেকেই নজর রাখতে হবে। যাতে ভবিষ্যতে তা বড় সমস্যা না ডেকে আনে।
যেসব মহিলাদের অল্প বয়সে ঋতুস্রাব শুরু হয়, তাদের মেনোপজও তাড়াতাড়ি হতে পারে। সেটা মানসিক দিক থেকে বড্ড কষ্টকর।
চরম ঠান্ডা জলবায়ু অকাল মেনোপজ ডেকে আনতে পারে। অস্ত্রোপচারের মাধ্যমে একটি ডিম্বাশয় বাদ গেলে বা উভয় ডিম্বাশয়ে অস্ত্রোপচার হলে এই পরিস্থিতি আসতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -