Weight Loss Tips: শরীরচর্চার আগে এক চিমটে লবণ, মেদ ঝরবে তাড়াতাড়ি
ছবি: পিক্সাবে।
1/10
না খেয়ে নয়, সুস্থ-স্বাভাবিক পদ্ধতিতে ওজন কমানোর অর্থ হল, শরীরে পুষ্টির জোগানে ভারসাম্য বজায় রাখা। শরীরচর্চার পাশাপাশি প্রয়োজন সুষম আহারও।
2/10
কিন্তু শরীরচর্চার আগে এক চিমটে লবণ দ্রুত মেদ ঝরাতে সাহায্য করতে পারে। কী ভাবে জানুন।
3/10
শরীরে জল ধরে রাখার সহায়ক লবণ। ফলে শরীরচর্চায় করতে গিয়ে ঘাম ঝরলেও, শরীরে জলশূন্যতায় ভুগতে হবে না।
4/10
রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে লবণ। ফলে শরীরচর্চার সময় হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হাঁফিয়ে যাওয়ার সম্ভাবনা কম।
5/10
ঘাম ঝরানোর ক্ষেত্রে এনার্জি থাকা জরুরি। লবণ এনার্জি পেতে সাহায্য করে।
6/10
লবণ যেহেতু রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং শরীরে জল ধরে রাখার পক্ষেও সহায়ক, সেই কারণে দেহের তাপমাত্রা বাড়ে না।
7/10
হৃদস্পন্দন স্বাভাবিক থাকলে অনেক ক্ষণ এনার্জিও ধরে রাখা যায়। ক্লান্তি আসে না সহজে। ফলে দীর্ঘ ক্ষণ ব্যায়াম করে যেতে পারেন।
8/10
ক্লান্তি না এলে সহ্যশক্তিও বাড়ে। ফলে অনেক ক্ষণ ছোটাছুটি, ব্যায়াম করা যায়। বেশি ক্ষণ শরীরচর্চা করলে মেদও ঝরে দ্রুত।
9/10
রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকায় হৃদযন্ত্রও সুস্থ থাকে। শরীরচর্চার ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে না।
10/10
তবে বেশি লবণ খাওয়া কখনওই শরীরে পক্ষে ভাল নয়। তাই বুঝেশুনে, চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এগোন।
Published at : 30 Jun 2022 02:29 AM (IST)