World Lung Cancer Day:ক্ষতি করছে তামাক? কী ভাবে বুঝবেন? World Lung Cancer Day-তে নজরে মারণ-নেশার অভিঘাত
আজ, ১ অগাস্ট, 'ওয়ার্ল্ড লাং ক্যানসার ডে'। ফুসফুসে কর্কট রোগের মারণ থাবা কী ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে বার্তা দিতেই এই দিবসের উদযাপন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতা ছাড়াও ফুসফুসে ব্রংকাইটিস এবং নিউমোনিয়ার মতো সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে। ফুসফুসে ক্যানসার ও সিওপিডি-র আশঙ্কাও বাড়তে পারে।
দীর্ঘমেয়াদে তামাক-সেবন ঠিক কতটা ক্ষতিকর, তো মোটামুটি জানা। কিন্তু কী ভাবে বুঝবেন যে এর মধ্যেই ক্ষতি করতে শুরু করেছে তামাকের নেশা? কয়েকটি উপসর্গের কথা বিশেষ ভাবে জানাচ্ছেন ডাক্তাররা।
দীর্ঘ তামাক-ব্যবহার 'ওরাল হেলথ'-র পক্ষে ক্ষতিকারক। পাশাপাশি, তামাক-সেবনে ধাক্কা লাগতে পারে শ্বাসযন্ত্রেও।
টানা খুসখুসে কাশি, শ্বাসকষ্ট এই ধরনের প্রভাবের অন্যতম লক্ষণ্, মনে করাচ্ছেন ডাক্তাররা।
দীর্ঘমেয়াদি তামাক-সেবনে ধাক্কা লাগতে পারে হৃদযন্ত্রের স্বাস্থ্যেও। লক্ষণ ফুটে উঠতে পারে ত্বকের উপরিভাগেও।
পাশাপাশি তামাকের নেশা পুরুষ-নারী নির্বিশেষে, সকলেরই প্রজনন ক্ষমতায় ধাক্কা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের লক্ষণগুলি যদি ফুটে উঠতে থাকে, তা হলে সতর্ক হওয়া দরকার। অবিলম্বে ছাড়া দরকার তামাকের নেশাও। তা হলে হয়তো ফুসফুসে ক্যানসারের থাবাও এড়ানো যাবে বহুলাংশে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -