উৎসবের মরশুমে প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে? ম্যাজিকের মতো ওজন কমাবে এই পানীয়

এই পানীয়গুলি পান করে দেখুন

1/9
অ্যাপেল সিডার ভিনিগার ওজন কমানোর জন্য আদর্শ পানীয়। রোজ সকালে খালি পেটে অ্যাপেল সিডার ভিনিগার খান। এতে হজম ক্ষমতা বাড়বে। ওজন ঝড়ানোও সহজ হবে।
2/9
গরম জলে আদা দিয়ে ফুটিয়ে নিন। এরপর সেই জল পান করুন, এতে শক্তি বাড়বে। ক্লান্তি দূর হবে। পাশাপাশি ওজন ঝড়াতেও সাহায্য করবে এই পানীয়
3/9
দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার জল খান। এতে শরীর থেকে সমস্ত টক্সিন দূর হবে এবং শরীরকে সুস্থ রাখবে।
4/9
গ্রিন টি হল একটি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত পানীয়, যা শরীর থেকে টক্সিন বের করে অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে।
5/9
ওজন কমানোর ক্ষেত্রে লেবুর জল বেশ কার্যকরী। এর অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর থেকে টক্সিন দূর করে। রোজ সকালে খালি পেটে এক গ্লাস ঈষদুষ্ণ জলে লেবুর রস দিয়ে খেলে ওজন কমবে চটজলদি।
6/9
রোজ সকালে খালি পেটে মেথি ভেজানো জল খান। মেথিক বীজ শরীরের বিপাক ক্রিয়াকে উন্নত করে, যার ফলে খাবার সেটি দ্রুত হজম হবে এবং বিপাক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
7/9
ফুটন্ত জলে আদা কুচি, দারচিনি, লেবুর, গোলমরিচ দিয়ে ১০ মিনিট ফুটিয়ে সেই জল সামান্য পরিমাণ মধু দিয়ে পান করুন। এতে ওজন কমার পাশাপাশি, এটি অনিদ্রা দূর করে।
8/9
রোজ সকালে জিরে ভেজানো জল খেলে কমবে ওজন। এতে শরীরে ডায়াজেস্টিভ এনাজাইমের উৎপাদন বৃদ্ধি পায়। সেই সঙ্গে লিভারের ক্ষতিকর টক্সিক উপাদানও শরীর থেকে বেরিয়ে যায়।
9/9
নিয়ম করে অ্যালোভেরা জুস পান করলে কমবে ওজন। এটি খেলে শরীরে অক্সিজেন বৃদ্ধি পায়। রক্তের পরিশ্রুত হয়। শরীরের প্রতিটি অঙ্গের পাশাপাশি হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও হ্রাস পায়।
Sponsored Links by Taboola