Covid 4th Wave : দোলের উল্লাসের পর কোভিড বাড়তে পারে? কী করণীয়? জানালেন চিকিৎসকরা
ভারতে গত কয়েকদিন ধরে করোনা পরিসংখ্যান ক্রমাগত ওঠা-নামা করছে । যদিও এখনও পর্যন্ত দেশে করোনা গ্রাফ নিয়ে আতঙ্ক তৈরি হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, বিশেষজ্ঞরা পই পই করে বলে দিচ্ছেন, এই পরিসংখ্যান দেখে নিশ্চিন্ত হওয়ার কোনও জায়গাই নেই! কারণ, অত্যন্ত পরিকল্পনা মাফিক করোনার প্রথম তিনটি ওয়েভ সামাল দেওয়ার পরও, এখন করোনা বিধ্বস্ত হচ্ছে দক্ষিণ কোরিয়া-র মতো দেশ!
ভারতে এরই মধ্যে দোল ও হোলি উৎসব হয়েছে। সামাজিক দূরত্ব বিধি উড়িয়েই উৎসবে মেতে উঠেছেন অসংখ্য মানুষ । এই ঢিলেঢালা মনোভাবই বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা
এর আগে গত বছর ক্রিসমাস উৎসবের পরই সারা দেস ও আমাদের রাজ্যে আছড়ে পড়ে তৃতীয় ঢেউ। ওমিক্রনের থাবা থেকে খুব কম মানুষই সেবার রক্ষা পেয়েছেন। এবার হোলিতেও মাস্ক ছাড়াই উল্লাস হয়েছে। তাই আশঙ্কা থেকেই যাচ্ছে।
তাই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, করোনা পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ ও কোভিড বিধি পালনে জোর দিতে হবে।
ভাইরাসের নতুন চরিত্র বুঝতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা সংগ্রহ বৃদ্ধি ও পরীক্ষার সংখ্যাও বাড়াতে হবে।
' করোনা বহাল তবিয়তে আছে। লুকিয়ে আছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ দেওয়া ছাড়া আর গত্যান্তর নেই। জিনোম সিকোয়েন্সিংয়ে নতুন প্রজাতি এল কি না দেখতে হবে। নজরদারি বাড়ানো জরুরি।' , মত চিকিৎসক কাজলকৃষ্ণ বণিকের।
কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সিদের ভ্যাকসিনেশন ও ষাটোর্ধ্বদের সতর্কতামূলক ডোজ দ্রুত দিয়ে দিতে হবে।
৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজ পাননি বাংলার ১৫ লক্ষ ৬ হাজার ৪৭৪ জন। এঁরা সবাই ষাটোর্ধ্ব।
এই পরিস্থিতিতে চিকিৎসকদের মতে, কোভিড থেকে সেরে ওঠলেও সতর্ক থাকা উচিত। তাই কোভিড নিয়ে সতর্কতা অবলম্বন করাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -