Menstrual Cup: দাগ-ছোপ, প্যাড বদল থেকে রেহাই তো বটেই, মেনস্ট্রুয়াল কাপের আছে হাজারো উপকারিতা

মেনস্ট্রুয়াল কাপ

1/11
বেশি ব্লিডিংয়ের দিনগুলিতে অনেকেই ভরসা করেন কাপড়ের উপর! কারণ দুটো। খরচ বাঁচানো আর বারবার পরিবর্তনের ঝামেলা এড়ানো। এই পরিস্থিতিতে স‍্যানিটারি ন‍্যাপকিনের ভালো বিকল্প হয়ে উঠতে পারে মেনস্ট্রুয়াল কাপ।
2/11
অধিকাংশ মহিলাই যথাযথ মেনস্ট্রুয়াল হাইজিনের সুযোগ পান না, সেখানে মেনস্ট্রুয়াল কাপের ব্যবহার খুবই সুবিধাজনক। এককথায় বলতে গেলে, মেনস্ট্রুয়াল কাপ যেমন সুরক্ষিত
3/11
এই কাপ ইজি টু ক্যারি আবার ততটাই পকেট-ফ্রেন্ডলি।যদিও আমাদের দেশে এখনও কাপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সংস্কারগত বাধাও আছে অনেকের মনে।
4/11
যেহেতু মেনস্ট্রুয়াল কাপ যোনির ভিতরে প্রবেশ করাতে হয় তাই অল্পবয়সী ও অবিবাহিত মেয়েরা এই কাপ ব্যবহার করতে দ্বিধা করেন। কিন্তু এতে
5/11
যোনিপথের মাপ অনুসারে বিভিন্ন সাইজের কাপ পাওয়া যায়। স্মল, মিডিয়াম ও লার্জ। প্রথমবার ব্যবহারের আগে চিকিত্সকের পরামর্শ নিয়ে ব্যবহার পদ্ধতি জেনে নিতে হবে।
6/11
এটি সিলিকন দিয়ে তৈরি বলে খুবই আরামদায়ক। পিরিয়ডের সময় রক্ত গিয়ে জমা হয় ওই কাপে।
7/11
কয়েকঘণ্টা ব্যবহারের পর বের করে ফেলে পরিষ্কার করে আবার ব্যবহার করতে হয়। এতে ইনফেকশনের সম্ভাবনা কমে।
8/11
একটি কাপ ব্যবহার করা যায় বেশ কয়েক মাস । খরচ স্যানিটারি ন্যাপকিনের থেকে অনেক কম।
9/11
একবার কাপটি পরলে কয়েক ঘণ্টা নিশ্চিন্ত থাকতে পারেন। এটি পরে নিলে শরীরচর্চা থেকে নাচ, সাইকেল চালানো থেকে খেলাধুলো, সব কাজই করা যায় নির্দ্বিধায়।
10/11
মেনস্ট্রুয়াল কাপ ভাঁজ করে যোনিপথে প্রবেশ করাতে হয়। প্রবেশ করানোর পর নিজে থেকেই কাপের ভাঁজ খুলে যায় এবং নিজেকে যোনির মধ্যে ফিট হয়ে যায় কাপ।
11/11
এর সবচেয়ে বড় উপকারিতা হল, এতে প্যাড ব্যবহারের মতো জামাকাপড়ে দাগ লাগার কোনও সম্ভাবনা থাকে না।
Sponsored Links by Taboola