Momo Side Effects : রোজই মোমো খান ? জানেন কি এই স্ট্রিট ফুডের ক্ষতিকারক দিক

Momo Side Effects: রাস্তায় বের হলেই মোমো খেতে ইচ্ছে করে ? নিজের অজান্তে বিপদ ডেকে আনছেন নাতো ?

রোজই মোমো খান ? জানেন কি এই স্ট্রিট ফুডের ক্ষতিকারক দিক

1/10
স্ট্রিট ফুডের মধ্যে মোমো দেখলে লোভ সামলাতে পারেন না ? ফল কিন্তু তাহলে মারাত্মক হতে পারে। মূলত এই স্ট্রিট ফুড তৈরিতে কিছু রাসায়নিক দেওয়া হয়ে থাকে। যা শরীরের জন্য মোটেই উপকারি নয়।
2/10
মোমো তৈরিতে অ্যাজোডিকার্বোনামাইড, বেনজাইল পারক্সাইড-সহ অন্যান্য রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে।
3/10
এই রাসায়নিকগুলি মূলত অগ্ন্যাশয়ের জন্য মারাত্মক ক্ষতিকারক। যার জেরে ইনসুলিন উৎপাদন কমে যায়।
4/10
এখানেই শেষ নয়, একসঙ্গে প্রচুর মোমো তৈরি হওয়ার জন্য, ডিপ ফ্রিজে রাখা হয়। এদিকে কাঁচা ময়দা ঠিক মতো সেদ্ধ না হওয়ার জন্য অন্ত্রের ক্ষতির আশঙ্কা থাকে।
5/10
ডায়াটেশিয়ানদের দাবি, কাঁচা ময়দাতে ফাইবার থাকে না। তাই এটি অন্ত্রে লেগে থাকার আশঙ্কা থাকে।
6/10
পাশাপাশি মোমোর ভিতরে উপস্থিত থাকা কাঁচা শাকসবজি , শরীরের ভিতরে মাইক্রো অর্গানিজম প্রবেশ করিয়ে ক্ষতি করে।
7/10
মোমোর সঙ্গে দেওয়া চাটনিতে দেওয়া রঙেও ক্ষতি ডেকে আনতে পারে। ভাজা মোমো খেলে আবার শরীরে ফ্যাটের পরিমাণ বাড়তে থাকে।
8/10
তাই বেশি মোমো খেলে, হজমের সমস্যা তৈরি হয়। পেটে ব্যথা হতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি থাকে।
9/10
রোজ মোমো খেলে ক্লোরোস্টেরলের পরিমাণও বাড়তে থাকে। এমনকি সোডিয়াম বেশি থাকার কারণে রক্তচাপও বেড়ে যায়।
10/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola