Monkey Pox Advisory: বিদেশে গেলে মাঙ্কি পক্সের হানা থেকে বাঁচতে কী করবেন, নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
গত বৃহস্পতিবারই দেশে প্রথম মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান মিলেছে। আক্রান্ত কেরলের বাসিন্দা। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন হালেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা বিশ্বজুড়েই এই ভাইরাসঘটিত রোগের দাপট বাড়ছে। এমন অবস্থায় বিদেশ-সফরে গেলে কী করবেন? নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য় ও পরিবারকল্যাণ দফতর।
বিদেশ-সফরে গিয়ে কোনও অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসবেন না। বিশেষত ওই ব্যক্তির ত্বকে বা গোপনাঙ্গে যদি কোনও ঘা থাকে, তা হলে আরও সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক।
যদি মাঙ্কিপক্সে আক্রান্তের সংস্পর্শে আসার পর কারও দেহে ফুসকুড়ি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়, তা হলে অতি অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।
মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়াচ্ছে এমন কোনও এলাকায় যাওয়ার পরও যদি এই ধরনের উপসর্গ দেখা দিলে একই পদক্ষেপ করতে হবে।
আফ্রিকা থেকে আসা ক্রিম, লোশন-সহ একাধিক পণ্য আপাতত ব্যবহার করতে বারণ করা হয়েছে নির্দেশিকায়।
সংক্রমিতের বিছানা বা পোশাকের কাছাকাছি আসা যাবে না। কেউ যদি সংক্রমিত প্রাণীর সংস্পর্শে এসে থাকেন, তাঁর ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে হবে।
বিদেশে সফরকারীদের জীবিত বা মৃত, কোনও ধরনের বুনো প্রাণীর সংস্পর্শেও আসতে বারণ করা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -