No Smoking: ধূমপান ছাড়তে গেলে করতে হবে কী কী, জানেন কি?
চিকিৎসকদের মতে, ধূমপান ছাড়ার বিষয়টি হল সিদ্ধান্তের। ছাড়তে হলে এখুনি ছাড়ার প্রতিজ্ঞা করুন। ডাস্টবিনে ফেলুন পকেটে থেকে সিগারেট। (ছবি সৌজন্য-পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও একদিন ধূমপান না করে পার্থক্য অনুভব করার চেষ্টা করুন। তারপর আস্তে আস্তে ধূমপান না করা দিনের সংখ্যা বাড়ান তাহলেই গড়ে উঠবে অভ্যাস।(ছবি সৌজন্য-পিক্সাবে)
আপনার পরিচিত যাদের ধূমপান ছেড়ে দিয়েছেন তাঁদের লক্ষ্য করুন। ধূমপান না করার সিদ্ধান্তের জন্য তাঁদের স্বাস্থ্যে কী পরিবর্তন এসেছে দেখুন তাও।(ছবি সৌজন্য-পিক্সাবে)
ধূমপান ছাড়তে হলে সঙ্গ ছাড়তে হবে আপনার সেই সমস্ত বন্ধুদের যাঁরা ধূমপান করেন। কারণ, না হলে আপনি ধূমপান ছেড়ে দেওয়ার পরেও ফের এতে আসক্ত হতে পারেন। (ছবি সৌজন্য-পিক্সাবে)
বিড়ি বা সিগারেট খাওয়ার খুব ইচ্ছা হলে চিবোতে পারেন আদা বা চুইংগাম। একদিনে না হলেও এর ফলে আস্তে আস্তে কমে আসবে ধূমপানের প্রতি আকর্ষণ।(ছবি সৌজন্য-পিক্সাবে)
দিনের শেষে হিসাব করে দেখুন সিগারেট বা ওই জাতীয় তামাকজাত জিনিসের জন্য আপনার কত খরচ হচ্ছে। তাহলে অনেকটাই সহজ হবে তা ছাড়া।(ছবি সৌজন্য-পিক্সাবে)
স্বাস্থ্য চেতনতার বই বা তামাকজাত পণ্য বিরোধী বই পড়ুন। তাহলে এর ক্ষতি সম্পর্কে জানতে পারবেন। যা সাহায্য করবে আপনাকে সিদ্ধান্ত নিতে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
যদি কখনও তামাকজাত পণ্য ব্যবহার করার ইচ্ছা হয় তখন রাস্তায় হাঁটুন। তাহলেই দেখবেন আস্তে আস্তে তার প্রতি টান কমে যাচ্ছে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
একান্তই যদি ধূমপান না করা ছাড়তে পারেন তাহলে যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। তাঁর পরামর্শে আস্তে আস্তে এই মারণ নেশা থেকে নিজেকে সরিয়ে আনতে অনেকটাই সুবিধা হবে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -