Hunger Loss Reasons : খিদে পাচ্ছে না ? শরীর কী বলতে চায় বুঝুন

হঠাৎ ক্ষুধা কমে যাওয়া শরীরের গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। ছোট পরিবর্তনে কারণ থাকতে পারে, যা আমরা উপেক্ষা করি।

Continues below advertisement

খিদে পাচ্ছে না ?

Continues below advertisement
1/7
টেনশন বা উদ্বেগ : মস্তিষ্কে হওয়া পরিবর্তনগুলি সরাসরি ক্ষুধার উপর প্রভাব ফেলে। স্ট্রেস বাড়লে খিদে আপনাআপনি কমে যায়।
2/7
ঘুমের অভাব: কম ঘুমের কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এবং ক্ষুধা কমে যেতে পারে।
3/7
পাচনতন্ত্রের সমস্যা: গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা পেটে অস্বস্তি হলে খাবার খাওয়ার ইচ্ছা কমে যায়।
4/7
ভাইরাল ইনফেকশন : সাধারণ সর্দি-জ্বর হলেও শরীরে খিদে না লাগাটা স্বাভাবিক।
5/7
ওষুধের প্রভাব কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ক্ষুধা কমতে পারে।
Continues below advertisement
6/7
জলের অভাব : ডিহাইড্রেশন এর কারণে ক্লান্তি আসে এবং খিদে কমে যায়।
7/7
কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? : খিদে ৭–১০ দিনের বেশি কম হলে, ওজন দ্রুত কমতে থাকলে, সবসময় ক্লান্ত লাগলে ডাক্তারের কাছে যাওয়া উচিত।
Sponsored Links by Taboola