Omicron Updates: টানা হাঁচি, প্রবল কফ থাকলেও প্রয়োজন সতর্কতা
কোভিড থেকে বাঁচতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে। ভারতে ইতিমধ্যেই অনেকেই এসেছেন কোভিড টিকার আওতায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতথ্য বলছে দেশে আপাতত নিম্নগামী কোভিড গ্রাফ। যদিও এখনই বিপদ পুরো কাটেনি। ফলে বিপদ রুখতে এখনও কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ভারতে তৃতীয় ঢেউয়ে দাপট ছিল ওমিক্রনের। এমনও দেখা গিয়েছে, কোভিডের জোড়া টিকা নেওয়া অনেকেই সংক্রমিত হয়েছেন কোভিড ভাইরাসে।
কোভিডের ক্ষেত্রে, বিশেষ করে ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কী কী উপসর্গ দেখা যায় তা একেবারে স্থির করে বলা যায় না। ব্যক্তিভেদে পাল্টে যাচ্ছে উপসর্গের ধরন। তবুও কিছু কিছু সমস্যা দেখলে সতর্কতা প্রয়োজন।
সর্দির উপসর্গ দেখা গেলে সতর্ক হোন। কোভিডের আবহে সর্দি হলেও তাকে যথেষ্ট গুরুত্ব দিতেই হবে। সঙ্গে জ্বর থাকলে কোভিড পরীক্ষা করানো প্রয়োজন।
বুকে কফ জমার সমস্যা থাকলেও সতর্ক হওয়া উচিত। কোভিড রোগীদের অনেকেই কফ জমে মারাত্মক অসুস্থ হয়েছেন। বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক থাকা প্রয়োজন।
গলাব্যথাও ভোগাতে পারে। কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় মারাত্মক হারে এই উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। টিকা হোক বা না হোক, দুরকম ক্ষেত্রেই কোভিড আক্রান্তরা গলাব্যথার সমস্যা ভুগেছেন।
হাঁচি হলেও সতর্ক থাকতে হবে। অ্যালার্জির সমস্যার অনেকের টানা হাঁচি হয়। তবে কোভিডের সময় এমনটা হলে সচেতন হওয়া প্রয়োজন।
ওমিক্রন সংক্রমিতদের মধ্যেও মাথাব্যথার প্রকোপ দেখা গিয়েছে। জ্বরের সঙ্গে টানা মাথাব্যথা অথবা কিছুক্ষণ অন্তর অন্তর মাথাব্য়থার সমস্যা হলে সতর্ক হোন। সঙ্গে মাংসপেশিতে প্রবল ব্য়থা থাকলেও সতর্ক হওয়া প্রয়োজন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -