Pneumothorax: খেলতে গিয়ে বা দুর্ঘটনায় বুকে আঘাত! নিউমোথোরাক্স ডেকে আনতে পারে বিপদ
দৈনন্দিন জীবনে মানুষের ব্যস্ততা যত বাড়ছে, ততই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা। তাই বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে তৈরি হয়েছে সচেতনতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু জানেন কি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিউমোথোরাক্সেরও উপসর্গ হতে পারে! এর আওতায় কাজ করা বন্ধ করে দেয় ফুসফুস।
ফুসফুসের বাইরে এবং ভিতরের দিকে দু’টি আবরণ রয়েছে। এর মধ্যেকার অংশকে বলে প্লুরাল গহ্বর।
কোনও ভাবে এই প্লুরাল গহ্বরে বায়ু ঢুকে পড়লে নিউমোথোরাক্স রোগে আক্রান্ত হওয়া বলে। আগে থেকে ফুসফুসের সমস্যা থাকলে সেই কারণে বায়ু ঢুকতে পারে। তাকে বলে সেকেন্ডারি নিউমোথোরাক্স। কোনও রোগের উপস্থিতি ছাড়া যখন বায়ু ঢুকে পড়ে, তাকে বলে প্রাণমারি নিউমোথোরাক্স।
এর ফলে একটুতেই হাঁফিয়ে যাওয়া, বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। শ্বাসক্রিয়ার হারবৃদ্ধি, নিম্ন রক্তচাপ এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াও এর উপসর্গ।
এ ছাড়াও হাত-পা নীল বর্ণ ধারণ করা, বুকে টোকা মারলে ফাঁপা আওয়াজ বেরনো, হাতের ধমনী হঠাৎ করে ফুলে গেলে, ক্লান্তিবোধ, উৎকণ্ঠাও নিউমোথোরাক্সের উপসর্গ।
কোনও আঘাত খেকে এমনটা ঘটতে পারে।টিস্যু ক্ষতিগ্রস্ত হলে তা থেকে বায়ু ঢুকতে পারে প্লুরাল গহ্বরে। এ ছাড়াও দুর্ঘটনায় বুকে আঘাত পেলে, পাঁজরের হাড় ভাঙলে, খেলার সময় বুকে আঘাত পেলে, কেউ ছুরি দিয়ে বুকে আঘাত করলে অথবা বুকে গুলি লাগলেও হতে পারে।
আবার ডাইভিং, ফ্লাইং এবং উঁচু থেকে লাফানোর সময়ও বাতাসে চাপের তারতম্যের কারণে ফুসফুসে বায়ু ঢুকতে পারে। ধূমপান করেন যাঁরা, অ্যাজমা রয়েছে যাঁদের, তাঁরাও আক্রান্ত হতে পারেন।
সঙ্গে সঙ্গে চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে নিউমোথোরাক্সে আক্রান্ত ব্যক্তির। তবে খুব কম বায়ু ঢুকলে, বিপদ এড়ানো সম্ভব।
গুরুতর ক্ষেত্রে ইঞ্জেকশনের সূচ ঢুকিয়ে বুকে জমা বায়ু বার করে আনা হয়। টিউব ঢুকিয়েও অতিরিক্ত বাতাস বার করে আনেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পথেও হাঁটেন কেউ কেউ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -