Problems Associated With Wearing Contact Lenses: কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন? সতর্কতার অভাবে কী কী হতে পারে জানেন?
কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন? সতর্কতার অভাবে কী কী হতে পারে জানেন?
1/10
আপনি কি চশমা পরে ক্লান্ত? চোখের সৌন্দর্য দেখাতে চান? তাহলে অবশ্যই পরতে পারেন কনট্যাক্ট লেন্স
2/10
শুধু সৌন্দর্যের জন্য নয়, কনট্যাক্ট লেন্স ব্যবহার অনেক ক্ষেত্রেই বেশ উপকারী। কিন্তু এর থেকে বড় সমস্যা দেখা দিতে পারে সামান্য ভুলে। বিস্তারিত জানাচ্ছেন, ডা. সোহম বসাক। দিশা আই হাসপাতালের কর্নিয়া বিশেষজ্ঞ।
3/10
সময়সীমার বেশি কনট্যাক্ট লেন্স বেশি সময় ব্যবহার করলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়।
4/10
ঠিক মতো ফিট না করলে, কেস বা সলিউশন পরিষ্কার না থাকলে বা নিয়মিত সলিউশন না বদলালে ইনফেকশন অবধি হতে পারে।
5/10
চেখ দিয়ে অনবরত জল পড়া, চোখ চুলকানো , পিচুটি পড়ার মতো লক্ষণ দেখলেই লেন্স ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন।
6/10
কখনও কখনও আবার চোখ শুকিয়ে যেতে পারে। এক্ষেত্রে লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করতে হবে নিয়ম মতো।
7/10
giant papillary conjunctivitis হতে পারে লেন্সের ফিটিংসে সমস্যা থাকলে। এতে চোখ কুট কুট করে।
8/10
corneal abrasion বা চোখের উপরের লেয়ার ছড়ে যেতে পারে নানা কারণে। আঙুল লেগে বা অন্য কোনও কারণে। ড্রপের মাধ্যমে সেরে যায়।
9/10
আলোর দিকে তাকাতেই অসুবিধা হতে পারে। কিছুদিন লেন্স ব্যবহারে বিরতি দিলেই সমস্যা কমতে পারে। সঙ্গে দরকার আই ড্রপ।
10/10
কর্নিয়াল আলসার হলে একটু বেশি চিন্তার। জীবাণু থেকে চোখের মণিতে সংক্রমণ হতে পারে। এক্ষেত্রে ওষুধে কাজ না হলে অস্ত্রোপচারও করতে হতে পারে।
Published at : 19 Jan 2022 04:10 PM (IST)