Kidney Stones in Teenagers: টিনএজারদের মধ্যে কিডনিতে পাথর জমার সমস্যা কেন দেখা দিচ্ছে?
বর্তমানে কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দিচ্ছে শিশু ও টিনএজারদের মধ্যেও। গবেষকরা জানাচ্ছেন, গত ২০ বছরের তুলনায় টিনএজারদের মধ্যে এই সমস্যা অনেক বেশি দেখা দিচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষজ্ঞদের মতে, কিডনিতে পাথর জমার সমস্যা নানা কারণে দেখা দিতে পারে। জিনগত কারণে হতে পারে আবার অস্বাস্থ্যকর লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে।
চিকিৎসকের মতে, শিশু বয়সে যদি কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসা শুরু করলে তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে পারে। কিন্তু চিকিৎসা শুরু করতে দেরি হলে তা মারাত্মকও হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিডনিতে পাথর জমার নানা কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম কারণ জিনগত। পরিবারের সদস্যদের মধ্যে যদি এই সমস্যা দেখা দেয়, তাহলে শিশুর মধ্যেও এই অসুখের সম্ভাবনা থাকে।
টিনএজারদের মধ্যে অত্যধিক নোনতা জাতীয় খাবার খাওয়ার প্রবণতা থাকে। চিপস, ফ্রাইজ এবং আরও অন্যান্য নোনতা খাবারের কারণে কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
প্রসেসড ফুড, জাঙ্ক ফুডের প্রতি টিনএজারদের আগ্রহ বেশি থাকে। এর কারণেও কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দেয় বলে মত বিশেষজ্ঞদের।
বাচ্চারা বা কিশোর বয়সীরা মাংস খেতে খুবই ভালোবাসে। কিন্তু অত্যধিক পরিমাণে মাংস খেলে তার ক্ষতিকর প্রভাব পড়ে কিডনিতে। আর তার ফলস্বরূপ দেখা দিতে পারে পাথর।
কিডনিতে পাথর জমার সমস্যা প্রতিরোধ করতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। জাঙ্ক ফুডের পরিবর্তে রাখা দরকার টাটকা ফল ও সব্জি।
কিডনিতে পাথর জমলে পিঠের নিচের দিকে ব্যথা হতে পারে। বমিভাব, মাথা ঘোরা, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ার সমস্যা দেখা দেয়। হতে পারে জ্বরও।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -