Benefits of Curry Leaves : রান্নায় শুধু আলাদা মাত্রা আনাই নয়, স্বাস্থ্যের পক্ষেও উপকারী কারিপাতা
শরীরে একাধিক উপকারে লাগে কারিপাতা। দেখে নেওয়া যাক কী কী কাজে লাগে এই পাতা(ছবি সৌজন্যে : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহজমে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)
কারিপাতায় আছে ল্যাক্সেটিভ উপাদান। রয়েছে হজমের এনজাইম। যার জেরে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়(ছবি সৌজন্যে : Pixabay)
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে(ছবি সৌজন্যে : Pixabay)
বমি ভাব কাটিয়ে দেয়(ছবি সৌজন্যে : Pixabay)
চায়ের সঙ্গে কারিপাতা মিশিয়ে খেলে সকালের অসুস্থতা এবং বমিভাব কেটে যায়(ছবি সৌজন্যে : Pixabay)
ওজন ঝরাতে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)
নিয়মিত খালি পেটে একটি করে কারিপাতা খেলে ওজন ঝরে যাবে(ছবি সৌজন্যে : Pixabay)
এই পাতায় যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে তা শরীরকে সংক্রমণ মোকাবিলায় সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)
কারিপাতায় রয়েছে এক ধরনের সুগন্ধি যা উদ্বেগ কাটাতে সাহায্য করে।(ছবি সৌজন্যে : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -