Health Tips : খালি পেটে এই খাবারগুলি খাচ্ছেন না তো ? ক্ষতি হতে পারে স্বাস্থ্যের
এমন কিছু খাবার রয়েছে যেগুলি খালি পেটে খাওয়া উচিত নয়। দেখে নিন এই তালিকায় কোন খাবারগুলি রয়েছে এবং কেন এড়াবেন ? (ছবি সৌজন্যে : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকার প্রথমেই রয়েছে ফলের জুস। (ছবি সৌজন্যে : Pixabay)
খালি পেটে ফলের জুস খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে এবং অগ্ন্যাশয় ও যকৃতের ওপর বোঝা বাড়ে।(ছবি সৌজন্যে : Pixabay)
এড়িয়ে যান সাইট্রাস জাতীয় ফল। (ছবি সৌজন্যে : Pixabay)
পেটে অ্যাসিড উৎপাদন বাড়ানোর পাশাপাশি, খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে তাতে থাকা ফ্রুক্টোজ হজম-প্রক্রিয়াকে মন্থর করে দেয় ।(ছবি সৌজন্যে : Pixabay)
খালি পেটে খাবেন না কফিও। (ছবি সৌজন্যে : Pixabay)
খালি পেটে কফি পান করবেন না। কারণ, এটি পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসৃতি বাড়ায়। যা অ্যাসিডিটির কারণ হতে পারে।(ছবি সৌজন্যে : Pixabay)
এছাড়া খালি পেটে এড়ান- দই। (ছবি সৌজন্যে : Pixabay)
খালি পেটে ফার্মেন্টেড দুগ্ধজাতীয় খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং বদহজমের কারণ হতে পারে।(ছবি সৌজন্যে : Pixabay)
খালি পেটে খাওয়া উচিত নয় কাঁচা শাক-সবজিও। কারণ, এতে থাকে অতিরিক্ত ফাইবার। যা হজমে সমস্যা করতে পারে।(ছবি সৌজন্যে : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -