Stress Relief: সদ্য পাহাড় ঘুরে এসেছেন ? কিংবা পা ডুবিয়েছেন সমুদ্রে, এদিকে বাড়ি ফিরতেই মুড অফ ! কী করবেন

Stress Relief Tricks And Tips: মনমেজাজ খারাপ, জীবনে একঘেয়েমি ? কী কী নজরে রাখবেন

সদ্য পাহাড় ঘুরে এসেছেন ? কিংবা পা ডুবিয়েছেন সমুদ্রে, এদিকে বাড়ি ফিরতেই মুড অফ ! কী করবেন

1/10
অনেকেই একটানা কাজ করেন। ল্যাপটপে কাজ সেরে বাড়ি যাবার পর, অনেক সময়ই মাথা ব্যাথা শুরু হয়।
2/10
অনেকক্ষেত্রে মন মেজাজেও প্রভাব পড়ে বইকি । একঘেয়েমি জীবন থেকে বের হতে অনেকেই ঘুরতে যান।
3/10
তবুও ভ্রমণের পর ফিরে এলে একই অবস্থা ফিরে আসে। এক্ষেত্রে মনের উপর সেই প্রভাব ফিরে আসে।
4/10
এক্ষেত্রে কিছু যোগ ব্যায়াম , কিছুক্ষেত্রে ফিজিও থেরাপিও কাজে লাগে। তবে তার পাশে দাঁড়িয়ে থাকে ভাবনা।
5/10
কিছু বিষয়ে আপনাকে মনোভাব বদলাতে হবে। মেনে নিতে হবে, সব কিছু আপনার নিয়ন্ত্রণে নয়।
6/10
কারও থেকে খারাপ আচরণ পেলে, পাল্টা আক্রমণের বদলে ব্যবহারে বদল আনুন। বাকিটা সময়ের উপর ছেড়ে দিন।
7/10
এক্ষেত্রে বুদ্ধি এবং নিজের দৃষ্টিভঙ্গিতে বদল আনুন। বিশ্বাস রাখুন নিজের চিন্তাভাবনার উপরে। দেখবেন হালকা লাগছে।
8/10
এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুম, জল খাওয়া এবং খাবার খাওয়ার নজর রাখুন। এগুলি ঠিক রাখলে মন ভাল থাকবে।
9/10
যদি সম্ভব হয় সাঁতার কাটুন, খেলাধুলোয় নতুন করে অংশ নিন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। বদল আসতে থাকবে।
10/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola