Thyroid Care: থাইরয়েডে ভুগছেন ? যে টিপসগুলি না জানলেই নয়

Thyroid Care Updates: হাইপোথাইরয়েডিজম ঘটে, যখন আপনার থাইরয়েড গ্রন্থি নিষ্ক্রিয় থাকে। যে টিপসগুলি না জানলেই নয়, চলুন জেনে নেওয়া যাক।

থাইরয়েডে ভুগছেন ? যে টিপসগুলি না জানলেই নয়

1/10
হাইপোথাইরয়েডিজম ঘটে, যখন আপনার থাইরয়েড গ্রন্থি নিষ্ক্রিয় থাকে। থাইরয়েড গ্রন্থি হল দেহের বিপাকের নিয়মিত প্রক্রিয়া।
2/10
এন্ডোক্রাইন সিস্টেম, পরিপাকতন্ত্র, শক্তি বিপাক, ক্ষুধা নিয়ন্ত্রণ, ওজন হ্রাস বা বৃদ্ধি এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ শুরু করে।
3/10
থাইরয়েড হরমোনের ঘাটতি হাইপোথাইরয়েডিজমের কারণ । এটি নানা স্তরের হতে পারে। প্রাইমারি বা সেকেন্ডারি।
4/10
হাইপোথাইরয়েডিজম সার্জারি, রেডিয়েশন , ইত্যাদি কারণে । সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয় পিটুইটারির মতো অন্যান্য গ্রন্থির কার্যকলাপ হ্রাসের কারণে।
5/10
গবেষণা অনুসারে হাইপোথাইরয়েডিজম পুষ্টির অভাবের কারণে ঘটে, তবে আপনাকে আপনার রক্ত পরীক্ষা করাতে হবে।
6/10
পাশাপাশি আপনার নিয়মিত টি থ্রি,টি ফোর, টিএসএইচ মাত্রা ছাড়াও আপনাকে অবশ্যই ভিটামিন ডি, রক্তে গ্লুকোজের মাত্রাও খেয়াল রাখতে হবে।
7/10
ক্যালোরির ঘাটতি হওয়ার সময় সচেতন হতে হবে। এবং শুধুমাত্র নিজেরাই তা না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
8/10
হাইপোথাইরয়েডিজম ভারতে খুবই সাধারণ অসুখ। বহু মানুষই এই অসুখে ভোগেন। মহিলাদের মধ্যে বেশি দেখা যায়
9/10
তবে এই লক্ষণগুলি দেখলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিয়মিত তাদের থাইরয়েড পরীক্ষা করাতে হবে।
10/10
যত তাড়াতাড়ি ধরা পড়বে হাইপোথাইরয়েডিজম ততই ভাল। তাই সবসময় সতর্ক থাকুন, চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola