Omicron Subvariant: ওমিক্রনের উপপ্রজাতিতে আক্রান্ত? কী কী লক্ষণ দেখে বুঝবেন?

ওমিক্রনের উপপ্রজাতির উপসর্গ কী কী ?

1/7
বিশ্বজুড়ে এখনও রয়েছে ওমিক্রনের দাপট। করোনা সংক্রমণ কমলেও চিন্তা রয়েই যাচ্ছে। এরই মধ্যে ওমিক্রনের নয়া প্রজাতি নিয়ে চিন্তা বাড়ছে।
2/7
একটি রিপোর্ট অনুসারে, মাথা ঘোরা বা ভার্টিগো হল ওমিক্রন সাবভেরিয়েন্ট দ্বারা সৃষ্ট সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি।
3/7
নানা কারণে এই সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এর পাশাপাশি ওমিক্রন সাবভেরিয়েন্ট সংক্রমণে লোকেদের ক্লান্তি দ্রুত আসে। 
4/7
এছাড়াও সর্দি, গলা চুলকানি, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি, শরীরে ব্যথা, রাতের ঘাম, খাওয়ার ইচ্ছে কমে যাওয়া এবং বমির মতো উপসর্গও দেখা যাচ্ছে।
5/7
ব্রিটেন ছাড়াও বি.২ সাব-স্ট্রেনটি ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনে মিলেছে। ইতিমধ্যেই বিজ্ঞানীরা বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের  সংক্রমণ ক্ষমতা নিয়ে গবেষণা শুরু হয়েছে।
6/7
যেহেতু এই ভাইরাসটি আরএনএ ভাইরাস। তাই এর মিউটেশন ক্ষমতাও অনেক বেশি। গবেষকদের দাবি আরও ২৮টি নতুন স্ট্রেন তৈরি হতে পারে। 
7/7
বিশেষজ্ঞরা জানিয়েছেন, BA.1 সাব-স্ট্রেন কখনও কখনও RT-PCR পরীক্ষায় ধরা না পড়লেও এই নয়া স্ট্রেন একেবারেই অধরা থাকছে।যা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। 
Sponsored Links by Taboola