Health Tips: কীভাবে ঘরোয়া পদ্ধতিতে দূর হবে ত্বকের কালো ছোপ? রইল টিপস
ফাইল ছবি
1/10
স্বাস্থ্যোজ্জ্বল ত্বক প্রত্যেকেই পছন্দ করেন। কিন্তু অনেকেই মুখের দাগের সমস্যায় ভোগেন। অনেক চেষ্টা করেও যা থেকে মুক্তি মেলে না।
2/10
কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে মিলতে পারে সমাধান। তবে সমস্যা মারাত্মক আকার নিলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
3/10
চন্দন গুঁড়োর সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
4/10
তৈলাক্ত ত্বকে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি ব্যবহার করা যায়। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই প্যাক ব্যবহার করা যায়।
5/10
তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করলে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।
6/10
যে কোনও ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করলে মিলতে পারে ফল। নির্দিষ্ট সময় অন্তর এই পেস্ট ব্যবহার করা যায়।
7/10
টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেললে দাগ দূর হতে পারে
8/10
আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলা যায়। এতে ফল মিলতে পারে।
9/10
লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করা যায়। দাগ কমাতে এটি কার্যকরী।
10/10
গুঁড়ো দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করা যায়। এই মিশ্রণ শীতকালে কার্যকরি।
Published at : 26 Jan 2022 11:32 AM (IST)