Health Tips: কীভাবে ঘরোয়া পদ্ধতিতে দূর হবে ত্বকের কালো ছোপ? রইল টিপস
স্বাস্থ্যোজ্জ্বল ত্বক প্রত্যেকেই পছন্দ করেন। কিন্তু অনেকেই মুখের দাগের সমস্যায় ভোগেন। অনেক চেষ্টা করেও যা থেকে মুক্তি মেলে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েকটি ঘরোয়া পদ্ধতিতে মিলতে পারে সমাধান। তবে সমস্যা মারাত্মক আকার নিলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
চন্দন গুঁড়োর সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি ব্যবহার করা যায়। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই প্যাক ব্যবহার করা যায়।
তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করলে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।
যে কোনও ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করলে মিলতে পারে ফল। নির্দিষ্ট সময় অন্তর এই পেস্ট ব্যবহার করা যায়।
টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেললে দাগ দূর হতে পারে
আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলা যায়। এতে ফল মিলতে পারে।
লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করা যায়। দাগ কমাতে এটি কার্যকরী।
গুঁড়ো দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করা যায়। এই মিশ্রণ শীতকালে কার্যকরি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -